টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

0
25

নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২০ নভেম্বর) ভোররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আশিক জাহাঙ্গীর (৩২) ও আরিফ হোসেন (৩০)।আশিকের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি এলাকায়। আরিফের বাড়ি নারায়ণগঞ্জের তল্লা বড় মসজিদ এলাকায়। র‌্যাব-৭ টেকনাফ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লে. মির্জা শাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। এই খবরের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি দল কেরুনতলী নামক স্থানে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছুলে র‌্যাব সদস্যরা ট্রাকটি থামানোর সংকেত দিলে তা অমান্য করে র‌্যাবকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি করলে এক পর্যায়ে ট্রাকটি থামে। এসময় ট্রাকটি তল্লাশি করে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, দুটি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকটি জব্দ করে।