শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

নারিন ঝড়ে কোহলিদের হারিয়ে দিল কলকাতা !

  • আপডেট সময় : ১১:৫৭:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্রেন্ডান ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা সমৃদ্ধ দল। কিন্তু সেই দলকেই হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ব্যাটসম্যান সুনীল নারিনের ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু। কোহলিদের ছুড়ে দেওয়া ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে কলকাতা।

রোববার বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নামে। ডি ভিলিয়ার্সের ৪৪, ম্যাককালামের ৪৩, মানদ্বীপ সিং এর ৩৭ ও বিরাট কোহলির ৩১ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ করে বেঙ্গালুরু।

১৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে কলকাতা। ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সুনীল নারিন ও ক্রিস লিন। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন নারিন। দলীয় ১৬ রানের মাথায় লিন মাত্র ৫ রান করে ফিরে যান। এরপর ঝড় তোলেন নারিন। ১৯ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫০ রান করে আউট হয়ে যান তিনি। তাতে ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে কলকাতার রান দাঁড়ায় ৬৫!

এরপর নিতিশ রানা ও দিনেশ কার্তিক দেখেশুনে ব্যাট করে দলকে জয়ের দিকে নিয়ে যান। রানা ৩৪ রান করে আউট হলেও অধিনায়ক কার্তিক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ২৯ বলে ৪ চারে ৩৫ রান করেন। কার্তিকের সঙ্গে দলের জয়ে শেষ দিকে অবদান রাখেন আন্দ্রে রাসেল। তিনি ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ১৫টি রান করেন।

বল হাতে বেঙ্গালুরুর ক্রিস ওকস ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন উমেশ যাদব। ১টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ১৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন নারিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

নারিন ঝড়ে কোহলিদের হারিয়ে দিল কলকাতা !

আপডেট সময় : ১১:৫৭:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ৯ এপ্রিল ২০১৮

নিউজ ডেস্ক:

ব্রেন্ডান ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা সমৃদ্ধ দল। কিন্তু সেই দলকেই হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ব্যাটসম্যান সুনীল নারিনের ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু। কোহলিদের ছুড়ে দেওয়া ১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে কলকাতা।

রোববার বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নামে। ডি ভিলিয়ার্সের ৪৪, ম্যাককালামের ৪৩, মানদ্বীপ সিং এর ৩৭ ও বিরাট কোহলির ৩১ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ করে বেঙ্গালুরু।

১৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে কলকাতা। ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সুনীল নারিন ও ক্রিস লিন। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করেন নারিন। দলীয় ১৬ রানের মাথায় লিন মাত্র ৫ রান করে ফিরে যান। এরপর ঝড় তোলেন নারিন। ১৯ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫০ রান করে আউট হয়ে যান তিনি। তাতে ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে কলকাতার রান দাঁড়ায় ৬৫!

এরপর নিতিশ রানা ও দিনেশ কার্তিক দেখেশুনে ব্যাট করে দলকে জয়ের দিকে নিয়ে যান। রানা ৩৪ রান করে আউট হলেও অধিনায়ক কার্তিক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ২৯ বলে ৪ চারে ৩৫ রান করেন। কার্তিকের সঙ্গে দলের জয়ে শেষ দিকে অবদান রাখেন আন্দ্রে রাসেল। তিনি ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ১৫টি রান করেন।

বল হাতে বেঙ্গালুরুর ক্রিস ওকস ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন উমেশ যাদব। ১টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।

বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ১৯ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন নারিন।