নিউজ ডেস্ক:
রাজধানীর শেওড়াপাড়ায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। নিহতের নাম আনিসুর রহমান (৪৫)। তিনি ঠিকাদারি ব্যবসায় জড়িত ছিলেন। শেওড়াপাড়া এলাকাতেই তার বাসা।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার এসআই মো. নুরুজ্জামান জানান, গুলিবিদ্ধ আনিসুরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে স্বজনরা অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। আনিসুরের মাথা, কান, পিঠ ও হাতে গুলি লেগেছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, শেওড়াপাড়ার ইকবাল রোডে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আনিসুর। হঠাৎ দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। তবে আনিসুরের খুনিদের ধরতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে বলে জানান এসআই নুরুজ্জামান।





































