লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে শনিবার সকালে লক্ষ্মীপুর পৌরসভায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোময়ারা বেগম। শিশু মৃত্যু ঝুঁকি কমানেরা জন্য ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ম রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ, পৌর মেয়র এম এ তাহের, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন। এ বছর জেলায় ১ হাজার ৫৬৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ১৪৫ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৫ হাজার ৮১২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।