নিউজ ডেস্ক:
মালয়েশিয়ার দ্বিতীয় নিবাস গড়ার ক্ষেত্রে তৃতীয় শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশিরা। এ পর্যন্ত দেশটিতে তিন হাজার ৫৪৬ জন বাংলাদেশি দ্বিতীয় নিবাস গড়ে তুলেছেন।
মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি নাজরি আজিজের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এ খবর প্রকাশ করেছে।
২০০২ সাল থেকে শুরু হওয়া ‘মাই সেকেন্ড হোম’ প্রকল্পের আওতায় ১২৬ দেশের ৩৩ হাজার ৩০০ জন নাগরিককে মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার অনুমতি দেয়া হয়েছে।
মালয়েশিয়ার দ্বিতীয় নিবাস গড়ার ক্ষেত্রে শীর্ষে আছে চীন। এ পর্যন্ত আট হাজার ৭১৪ জন চীনা নাগরিক মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়েছেন। দ্বিতীয় স্থানে আছে জাপান। এ পর্যন্ত চার হাজার ২২৫ জন জাপানি নাগরিক মালয়েশিয়ার দ্বিতীয় নিবাস গড়েছেন।
বাংলাদেশের পরেই আছে ব্রিটেন (২৪১২), ইরান (১৩৩৬), সিঙ্গাপুর (১২৯৫), তাইওয়ান (১২০৮), দক্ষিণ কোরিয়া (১২৬৬), পাকিস্তান (৯৭৩) ও ভারত (৮৯০)।