শিরোনাম :
Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত!

দিনাজপুর প্রেসক্লাবে সংখ্যালুঘু পরিবারের ৮৭ শতক জমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৫১:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- ক্ষমতাসীন দলের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় ভ’মিদস্যুরা ফুলবাড়ী উপজেলার পুখরীডাঙ্গা গ্রামের অসহায় সংখ্যালুঘু পরিবারের ৮৭ শতক জমিতে খনন করা পুকুরসহ বাড়ী ও জমি দখল করার ষড়যন্ত্র করছে।
গতকাল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক ভাবে উপরোক্ত অভিযোগ করেছেন ফুলবাড়ি উপজেলার পুখুরী (ডাঙ্গাপাড়া) গ্রামের সন্তোষ চন্দ্র রায়ের পুত্র বিকাশ চন্দ্র রায়। তিনি লিখিত বক্তব্যে বলেন, ফুলবাড়ি উপজেলার পুখুরী মৌজার ১৬৫৩ নং দাগের ১ দশমিক ৭৪ একর সম্পত্তির মধ্যে ৮৭ শতক সম্পত্তি শ্রী সুভেন্দু নাথ রায় চৌধুরীর নিকট ১৯৭৭ সালের ১৮ মে সন্তোষ কুমার ক্রয় করেন। তখন থেকে দীর্ঘ ৪০ বছর তারা পারিবারিক ভাবে ইজমাইলী সম্পত্তি হিসেবে ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে।
এরই মধ্যে ভুলবশত উক্ত সম্পত্তিটি অর্পিত(ক) তালিকাভুক্ত হইলে কবলা গ্রহীতারা এ বিষয়ে অর্পিত ট্রাইবুনালে মোকদ্দমা আনয়ন করেন, মামল নাং ৩০৫/১২। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও ওই জমি সংক্রান্ত্র বিষয়ে মালিকানার দাবীসহ অর্পিত সম্পত্তি মর্মে মামলা চলছে জানিয়ে ইউএনও কে অভিযোগ দেয়া হয়েছে।
তিনি জানান, উল্লেখিত জমির পার্শ্বেই সুযোগ সন্ধানী ভ’মিদস্যু আব্দুস সামাদ ও মজিবর রহমান গং এর জমি থাকার সুবাদে তারা পুকুরটি গ্রাস করার ষড়যন্ত্র শুরু করে। এজন্যে তারা গত ৫জুন ২০১৭ তারিখে পুলিশের উপস্থিতিতেই মধ্যরাত্রীতে পুকুরের (১২০ মন) সমস্ত মাছ মেরে নেয় এবং ৭/৬/১৭ তারিখে সকাল ১১টায় প্রকাশ্যে দিবালোকে পুকুরের প্রায় ৫০ মন মাছ মেরে নিয়ে যায়।
এই ঘটনার পর কবলা গ্রহীতা জমির মালিকেরা বিজ্ঞ আদালতে ১৪/২০১৭(দ্রুত বিচার আইন) ও ৭১সি/২০১৭(ফুলবাড়ি) নম্বও মামলা করেন। সরকার দলীয় মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সহযোগীতায় ভ’মিদস্যু আব্দুস সামাদ জমির প্রকৃত মালিক হয়রানী করার উদ্দেশ্যে একটি মামলা করেছে। মামলা নং জি আর ১৮১/১৭। তিনি বলেন,সমস্যা নিয়ে আমরা অনেকস্থানে দৌড়াদৌড়ি করেছি সমাধান হচ্ছেনা।
বিকাশ চন্দ্র রায় সংবাদ সম্মেলনে জানান,ভ’মিদস্যুরা প্রতিনিয়ত জমির মালিককে হুমকী দিচ্ছে জমি ছেড়ে দিতে অন্যথায় তাদের সন্ত্রাসী ও প্রশাসনিক সহযোগীতায় ভারতে তাড়িয়ে জায়গার দখল নিয়ে নেবে। বর্তমানে তারা অসহায়। সংখ্যালুঘু হিন্দু পরিবারের জমি রক্ষার জন্যে তারা বঙ্গবন্ধু কন্যা ও সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য প্রত্যাশা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,রামাই সরেন,বিজয় চন্দ্র রায়,মন্টু চন্দ্র রায়,সদানন্দ রায়,শ্যামল চন্দ্র রায়,সাইদুল ইসলাম,হোসনী বাবু ও আব্দুল হক প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রেসক্লাবে সংখ্যালুঘু পরিবারের ৮৭ শতক জমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০৯:৫১:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- ক্ষমতাসীন দলের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় ভ’মিদস্যুরা ফুলবাড়ী উপজেলার পুখরীডাঙ্গা গ্রামের অসহায় সংখ্যালুঘু পরিবারের ৮৭ শতক জমিতে খনন করা পুকুরসহ বাড়ী ও জমি দখল করার ষড়যন্ত্র করছে।
গতকাল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক ভাবে উপরোক্ত অভিযোগ করেছেন ফুলবাড়ি উপজেলার পুখুরী (ডাঙ্গাপাড়া) গ্রামের সন্তোষ চন্দ্র রায়ের পুত্র বিকাশ চন্দ্র রায়। তিনি লিখিত বক্তব্যে বলেন, ফুলবাড়ি উপজেলার পুখুরী মৌজার ১৬৫৩ নং দাগের ১ দশমিক ৭৪ একর সম্পত্তির মধ্যে ৮৭ শতক সম্পত্তি শ্রী সুভেন্দু নাথ রায় চৌধুরীর নিকট ১৯৭৭ সালের ১৮ মে সন্তোষ কুমার ক্রয় করেন। তখন থেকে দীর্ঘ ৪০ বছর তারা পারিবারিক ভাবে ইজমাইলী সম্পত্তি হিসেবে ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে।
এরই মধ্যে ভুলবশত উক্ত সম্পত্তিটি অর্পিত(ক) তালিকাভুক্ত হইলে কবলা গ্রহীতারা এ বিষয়ে অর্পিত ট্রাইবুনালে মোকদ্দমা আনয়ন করেন, মামল নাং ৩০৫/১২। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও ওই জমি সংক্রান্ত্র বিষয়ে মালিকানার দাবীসহ অর্পিত সম্পত্তি মর্মে মামলা চলছে জানিয়ে ইউএনও কে অভিযোগ দেয়া হয়েছে।
তিনি জানান, উল্লেখিত জমির পার্শ্বেই সুযোগ সন্ধানী ভ’মিদস্যু আব্দুস সামাদ ও মজিবর রহমান গং এর জমি থাকার সুবাদে তারা পুকুরটি গ্রাস করার ষড়যন্ত্র শুরু করে। এজন্যে তারা গত ৫জুন ২০১৭ তারিখে পুলিশের উপস্থিতিতেই মধ্যরাত্রীতে পুকুরের (১২০ মন) সমস্ত মাছ মেরে নেয় এবং ৭/৬/১৭ তারিখে সকাল ১১টায় প্রকাশ্যে দিবালোকে পুকুরের প্রায় ৫০ মন মাছ মেরে নিয়ে যায়।
এই ঘটনার পর কবলা গ্রহীতা জমির মালিকেরা বিজ্ঞ আদালতে ১৪/২০১৭(দ্রুত বিচার আইন) ও ৭১সি/২০১৭(ফুলবাড়ি) নম্বও মামলা করেন। সরকার দলীয় মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সহযোগীতায় ভ’মিদস্যু আব্দুস সামাদ জমির প্রকৃত মালিক হয়রানী করার উদ্দেশ্যে একটি মামলা করেছে। মামলা নং জি আর ১৮১/১৭। তিনি বলেন,সমস্যা নিয়ে আমরা অনেকস্থানে দৌড়াদৌড়ি করেছি সমাধান হচ্ছেনা।
বিকাশ চন্দ্র রায় সংবাদ সম্মেলনে জানান,ভ’মিদস্যুরা প্রতিনিয়ত জমির মালিককে হুমকী দিচ্ছে জমি ছেড়ে দিতে অন্যথায় তাদের সন্ত্রাসী ও প্রশাসনিক সহযোগীতায় ভারতে তাড়িয়ে জায়গার দখল নিয়ে নেবে। বর্তমানে তারা অসহায়। সংখ্যালুঘু হিন্দু পরিবারের জমি রক্ষার জন্যে তারা বঙ্গবন্ধু কন্যা ও সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য প্রত্যাশা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,রামাই সরেন,বিজয় চন্দ্র রায়,মন্টু চন্দ্র রায়,সদানন্দ রায়,শ্যামল চন্দ্র রায়,সাইদুল ইসলাম,হোসনী বাবু ও আব্দুল হক প্রমুখ।