৪ হাজার বছর আগের সমাধিস্থলের সন্ধান মিলল যুক্তরাজ্যে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে নব্য প্রস্তর যুগের একটি ফাঁসি দেওয়ার মঞ্চ ও সমাধিস্থলের সন্ধান পেয়েছেন গবষেকরা। দেশটির ওয়ারউইকশায়ার কাউন্টির নিউবল্ডে এ সমাধি স্মৃতিস্তম্ভ আবিষ্কার করেন একদল প্রত্নতত্ত্ববিদ।

গবেষকদের দাবি, এটি নব্য প্রস্তর যুগের একটি নিদর্শন। তারা ওই স্থানে একটি জিওফিজিক্যাল জরিপ চালানোর পর একটি ফাঁসির মঞ্চ খুঁজে পান। পরে ওই স্থানে খনন কাজও শুরু করেন।

তারা একটি সাধারণ স্মৃতিস্তম্ভও খুঁজে পেয়েছেন ওইখানে। যেটি দেখতে বৃত্তাকার খন্ডের মতো খনন করা ও মাটির বাঁধ দিয়ে নির্মিত। এছাড়া ওই স্মৃতিস্তম্ভে পাঁচটি সমাধিস্থ মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

ওই গবেষক দলের একজন প্রজেক্ট কর্মকর্তা নাইজেল পেজ বলেন, ‘দুর্ভাগ্যজনক হল এ ধরনের ধর্মানুষ্ঠান বা স্মৃতিস্তম্ভ সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। ‘

তবে তাদের ধারণা ওই এলাকায় এরকম আরো কয়েকশত সমাধি রয়েছে। যা ওই যুগের কোন জাতিগোষ্ঠীর আচার অনুষ্ঠানের অংশ হতে পারে।
তারা আরও বলেন, এটি প্রায় ২০০০ খ্রিষ্টপূর্বাব্দের নিদর্শন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৪ হাজার বছর আগের সমাধিস্থলের সন্ধান মিলল যুক্তরাজ্যে !

আপডেট সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে নব্য প্রস্তর যুগের একটি ফাঁসি দেওয়ার মঞ্চ ও সমাধিস্থলের সন্ধান পেয়েছেন গবষেকরা। দেশটির ওয়ারউইকশায়ার কাউন্টির নিউবল্ডে এ সমাধি স্মৃতিস্তম্ভ আবিষ্কার করেন একদল প্রত্নতত্ত্ববিদ।

গবেষকদের দাবি, এটি নব্য প্রস্তর যুগের একটি নিদর্শন। তারা ওই স্থানে একটি জিওফিজিক্যাল জরিপ চালানোর পর একটি ফাঁসির মঞ্চ খুঁজে পান। পরে ওই স্থানে খনন কাজও শুরু করেন।

তারা একটি সাধারণ স্মৃতিস্তম্ভও খুঁজে পেয়েছেন ওইখানে। যেটি দেখতে বৃত্তাকার খন্ডের মতো খনন করা ও মাটির বাঁধ দিয়ে নির্মিত। এছাড়া ওই স্মৃতিস্তম্ভে পাঁচটি সমাধিস্থ মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

ওই গবেষক দলের একজন প্রজেক্ট কর্মকর্তা নাইজেল পেজ বলেন, ‘দুর্ভাগ্যজনক হল এ ধরনের ধর্মানুষ্ঠান বা স্মৃতিস্তম্ভ সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। ‘

তবে তাদের ধারণা ওই এলাকায় এরকম আরো কয়েকশত সমাধি রয়েছে। যা ওই যুগের কোন জাতিগোষ্ঠীর আচার অনুষ্ঠানের অংশ হতে পারে।
তারা আরও বলেন, এটি প্রায় ২০০০ খ্রিষ্টপূর্বাব্দের নিদর্শন।