শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সিলেটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২১:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা বৃষ্টিতে সিলেট মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরীর অন্তত ৫০টি এলাকায় পানি জমে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম নগরীর ছড়া ও খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় বর্ষার শুরুতেই নগরবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।
বুধবার ভোররাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। টানা দিনভর বর্ষণে নগরীর উপশহর, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, তালতলা, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড়,সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, কুয়ারপার, চারাদিঘীরপাড়, রায়হোসেন, হাওয়াপাড়া, বারুতখানা, সোবহানীঘাট,কলবাখানি, কুয়ারপাড়, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, পাঠানপাড়াসহ অন্তত ৫০টি এলাকা বৃষ্টির পানিয়ে তলিয়ে গেছে।
এসব এলাকায় ঘুরে দেখা যায়, কোথাও কোথাও সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। কোনো কোনো এলাকায় বাসা বাড়িতেও পানি উঠেছে। পানি উঠেছে দোকানপাটেও।
নাজুক ড্রেনেজ ব্যবস্থা, বিভিন্ন ছড়া-খাল দখলমুক্ত ও সংস্কার না হওয়াকেই জলাবদ্ধতার কারণ হিসেবে দায়ি করছেন নগরবাসী।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম হিসেবে সিলেট নগরীর ভেতর দিয়ে বয়ে গেছে ছোট বড় ১২টি ছড়া ও খাল। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধুবড়িছড়া, গুয়ালিছড়া, মালনীছড়া, ভূবিছড়া, বারুতখানাছড়া, মির্জাজাঙ্গালছড়া, কেওয়াছড়া, বৈঠাছড়া, গাভিয়াল খাল ও রত্মারখাল। এ সকল ছড়া দিয়ে বর্ষা মৌসুমে এক সময় বড় বড় নৌকা চলত। মানুষ যাতায়াত করত দূর-দূরান্তে। কিন্তু এখন ছড়াগুলোর অস্তিত্ব কেবলমাত্র সিটি কর্পোরেশনের মানচিত্রে। ছড়াগুলো এখন সংকীর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে ছড়া ও খালের কোনো অস্তিত্বই নেই। ছড়া ও খালের উভয় পাশ ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। অনেকে আবার পুরো ছড়া ভরাট করেই দালান নির্মাণ করেছে।
ছড়া ও খাল দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন রুটিন কাজ করেই থাকে। তবে ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়।
তিনি বলেন, সম্প্রতি একনেকে নগরীর ১১টি ছড়া-খাল উদ্ধার করতে ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে। এ প্রকল্পের কাজ জুলাইয়ে শুরু হবে। এ কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

সিলেটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ !

আপডেট সময় : ১২:২১:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

টানা বৃষ্টিতে সিলেট মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরীর অন্তত ৫০টি এলাকায় পানি জমে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম নগরীর ছড়া ও খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় বর্ষার শুরুতেই নগরবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।
বুধবার ভোররাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। টানা দিনভর বর্ষণে নগরীর উপশহর, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, তালতলা, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড়,সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, কুয়ারপার, চারাদিঘীরপাড়, রায়হোসেন, হাওয়াপাড়া, বারুতখানা, সোবহানীঘাট,কলবাখানি, কুয়ারপাড়, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, পাঠানপাড়াসহ অন্তত ৫০টি এলাকা বৃষ্টির পানিয়ে তলিয়ে গেছে।
এসব এলাকায় ঘুরে দেখা যায়, কোথাও কোথাও সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। কোনো কোনো এলাকায় বাসা বাড়িতেও পানি উঠেছে। পানি উঠেছে দোকানপাটেও।
নাজুক ড্রেনেজ ব্যবস্থা, বিভিন্ন ছড়া-খাল দখলমুক্ত ও সংস্কার না হওয়াকেই জলাবদ্ধতার কারণ হিসেবে দায়ি করছেন নগরবাসী।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম হিসেবে সিলেট নগরীর ভেতর দিয়ে বয়ে গেছে ছোট বড় ১২টি ছড়া ও খাল। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধুবড়িছড়া, গুয়ালিছড়া, মালনীছড়া, ভূবিছড়া, বারুতখানাছড়া, মির্জাজাঙ্গালছড়া, কেওয়াছড়া, বৈঠাছড়া, গাভিয়াল খাল ও রত্মারখাল। এ সকল ছড়া দিয়ে বর্ষা মৌসুমে এক সময় বড় বড় নৌকা চলত। মানুষ যাতায়াত করত দূর-দূরান্তে। কিন্তু এখন ছড়াগুলোর অস্তিত্ব কেবলমাত্র সিটি কর্পোরেশনের মানচিত্রে। ছড়াগুলো এখন সংকীর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে ছড়া ও খালের কোনো অস্তিত্বই নেই। ছড়া ও খালের উভয় পাশ ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। অনেকে আবার পুরো ছড়া ভরাট করেই দালান নির্মাণ করেছে।
ছড়া ও খাল দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন রুটিন কাজ করেই থাকে। তবে ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়।
তিনি বলেন, সম্প্রতি একনেকে নগরীর ১১টি ছড়া-খাল উদ্ধার করতে ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে। এ প্রকল্পের কাজ জুলাইয়ে শুরু হবে। এ কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।