শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শেরপুর শহরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’। এ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর সভাপতি এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী।

বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা।”

অনুষ্ঠান শেষে শেরপুর শহরের বিভিন্ন মহল্লার হতদরিদ্র, দিনমজুর ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে শুধু পরিবেশ নয়, সামাজিক দায়বদ্ধতারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘রূপসী শেরপুর’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মো. আবু সাঈদ (সুজন), দপ্তর সম্পাদক মো. আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক, সদস্য হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাদিদ)। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজ সচেতনতামূলক কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরেন।

উপস্থিত সকলে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে একটি সবুজ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আপডেট সময় : ০৭:২২:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শেরপুর শহরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’। এ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর সভাপতি এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী।

বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা।”

অনুষ্ঠান শেষে শেরপুর শহরের বিভিন্ন মহল্লার হতদরিদ্র, দিনমজুর ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে শুধু পরিবেশ নয়, সামাজিক দায়বদ্ধতারও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘রূপসী শেরপুর’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মো. আবু সাঈদ (সুজন), দপ্তর সম্পাদক মো. আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক, সদস্য হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাদিদ)। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজ সচেতনতামূলক কার্যক্রমের দিকনির্দেশনা তুলে ধরেন।

উপস্থিত সকলে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে একটি সবুজ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।