নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগরে বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার পর এখন নতুন দুর্ভোগ ক্ষতিগ্রস্ত সড়ক। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া সড়কগুলোর অবস্থা এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জলাবদ্ধতার পর এখন নতুন দুর্ভোগ ক্ষতবিক্ষত সড়ক।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বর্তমাননে নগরের প্রধান সড়ক পতেঙ্গা থেকে কালুরঘাটের অধিকাংশ স্থানেরই বেহাল অবস্থা। তাছাড়া এসএস খালেদ রোড, জাকির হোসেন সড়ক, কোতোয়ালি মোড় থেকে নতুন ব্রিজ মোড়, আগ্রাবাদ শেখ মুজিব রোড, বাদামতল, এক্সেস রোড, পোর্ট কানেকটিং রোড, ফিরিঙ্গিবাজারের মেরিনার্স রোড, কাপাসগোলা রোড, সিডিএ অ্যাভেনিউ,
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী লে কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তাছাড়া পুরো নগরের ছোট বড় সড়কগুলো সংস্কার ও উন্নয়নে ৮৮৪ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হওয়ার অপেক্ষায় আছে। ’
চসিক সূত্রে জানা যায়, বর্তমানে নগরীতে অ্যাসফল্ট (পিচঢালা) ৬২০ কিলোমিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ২০ মিটার প্রস্থর সড়ক আছে ১১৪০টি। ২৪৯কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৫৫ মিটার প্রস্থের কংক্রিট সড়ক আছে ১১০৯টি। ৫৮ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৫০ মিটার প্রস্থের ব্রিকসলিং সড়ক আছে ২৩৫টি। ৪৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৮ কিলোমিটার প্রস্থের কাঁচা সড়ক আছে ২৪৫টি। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নগরের অধিকাংশ সড়কই এখন যান চলাচলের অনুপযোগী হয়ে আছে।