বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার Logo দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান Logo রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি Logo তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান Logo চাঁদপুরে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আবদুস সামাদ মিয়ার ইন্তেকাল—সহকর্মীদের মাঝে গভীর শোক Logo পলাশবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা Logo সুন্দরবন কয়রায় কোস্ট গার্ডের দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক Logo খুবিতে নতুন উদ্যোক্তাদের দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী Logo পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস আজ

এখনো ভাইকে দেখতে আসেনি সাইফ কন্যা!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪২:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খু্ল্লম-খুল্লা জীবন। বৈভবের অঢেল আয়োজন। আজ লন্ডন তো কাল নিউইয়র্ক। সোশ্যাল মিডিয়ায় সেই জীবনের একের পর এক ছবি আপলোড। এমনই জীবন বলিউডের কিছু তারকা সন্তানদের।

তেমনই সাইফ আলি খানের কন্যা সারা আলি খানও এই জীবনের বাইরে নন। কারণ, বারবারই তিনি নজরে পড়েছেন তার গ্ল্যামারার্স লাইফস্টাইল থেকে শুরু করে ছেলেবন্ধুদের সঙ্গে বিতর্কিত সব ছবি পোস্ট করে।

সারা আলি

আবার সারা আলি খানের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবিগুলো এমন সময়ে সামনে এসেছে যখন জন্ম হয়েছে তার বৈমাত্রেয় ভাইয়ের। সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সারার সম্পর্ক যথেষ্টই মধুর। কিন্তু এখনো পর্যন্ত সদ্য জন্মানো ভাইকে দেখতে হাসপাতালেই নাকি পৌঁছতে পারেননি সারা।

তাহলে কোথায় সারা? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে তখনই প্রকাশ্যে এসেছে এই ছবিটি। যেখানে সারাকে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

সারা আলি

এর আগে বীর পাহাড়ি নামে একটি ছেলের সঙ্গে সারার নাম জড়িয়েছিল। সারা ও বীরের চুম্বনের ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। কিন্তু এই ছেলেটির চেহারার সঙ্গে বীরের কোনো মিল নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফোলো করে দেখা গিয়েছে, সারার সঙ্গে থাকা এই ছেলেটির নাম ওরহান আওয়াত্রামানি। ওরহান একজন আইএমজি মডেল বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে।

ওরহানের সঙ্গে সারার পরিচয় অনেকদিনের। কারণ, ওরহানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সারার এবং তার বহু পুরনো ছবি পাওয়া গেছে। এর মধ্যে বেশকিছু ছবিতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

সারা আলি

সারা ও ওরহান একসঙ্গে স্নাতক ডিগ্রি পাওয়ার দিনেও ফোটোশুট করেছিলেন। সেই ছবিও ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন ওরহান। তবে, বিতর্ক তৈরি হয়, ওরহান ছবির তলায় ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি’ বাক্য লিখে দেওয়ায়। অনেকের মতে, ওরহানের সঙ্গে সারার ভাই ইব্রাহিমেরও বন্ধুত্ব রয়েছে। সেই ভিত্তিতে নাকি একসঙ্গে বহু সময়ে পার্টি করেছেন ওরহান ও সারা। কিন্তু ওরহান ও সারার যে ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছে তাকে কি নিছক বন্ধুত্ব বলা যায়? এই নিয়েও প্রশ্ন উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার

এখনো ভাইকে দেখতে আসেনি সাইফ কন্যা!

আপডেট সময় : ০৪:৪২:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

খু্ল্লম-খুল্লা জীবন। বৈভবের অঢেল আয়োজন। আজ লন্ডন তো কাল নিউইয়র্ক। সোশ্যাল মিডিয়ায় সেই জীবনের একের পর এক ছবি আপলোড। এমনই জীবন বলিউডের কিছু তারকা সন্তানদের।

তেমনই সাইফ আলি খানের কন্যা সারা আলি খানও এই জীবনের বাইরে নন। কারণ, বারবারই তিনি নজরে পড়েছেন তার গ্ল্যামারার্স লাইফস্টাইল থেকে শুরু করে ছেলেবন্ধুদের সঙ্গে বিতর্কিত সব ছবি পোস্ট করে।

সারা আলি

আবার সারা আলি খানের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবিগুলো এমন সময়ে সামনে এসেছে যখন জন্ম হয়েছে তার বৈমাত্রেয় ভাইয়ের। সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সারার সম্পর্ক যথেষ্টই মধুর। কিন্তু এখনো পর্যন্ত সদ্য জন্মানো ভাইকে দেখতে হাসপাতালেই নাকি পৌঁছতে পারেননি সারা।

তাহলে কোথায় সারা? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে তখনই প্রকাশ্যে এসেছে এই ছবিটি। যেখানে সারাকে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

সারা আলি

এর আগে বীর পাহাড়ি নামে একটি ছেলের সঙ্গে সারার নাম জড়িয়েছিল। সারা ও বীরের চুম্বনের ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। কিন্তু এই ছেলেটির চেহারার সঙ্গে বীরের কোনো মিল নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফোলো করে দেখা গিয়েছে, সারার সঙ্গে থাকা এই ছেলেটির নাম ওরহান আওয়াত্রামানি। ওরহান একজন আইএমজি মডেল বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে।

ওরহানের সঙ্গে সারার পরিচয় অনেকদিনের। কারণ, ওরহানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সারার এবং তার বহু পুরনো ছবি পাওয়া গেছে। এর মধ্যে বেশকিছু ছবিতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

সারা আলি

সারা ও ওরহান একসঙ্গে স্নাতক ডিগ্রি পাওয়ার দিনেও ফোটোশুট করেছিলেন। সেই ছবিও ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন ওরহান। তবে, বিতর্ক তৈরি হয়, ওরহান ছবির তলায় ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি’ বাক্য লিখে দেওয়ায়। অনেকের মতে, ওরহানের সঙ্গে সারার ভাই ইব্রাহিমেরও বন্ধুত্ব রয়েছে। সেই ভিত্তিতে নাকি একসঙ্গে বহু সময়ে পার্টি করেছেন ওরহান ও সারা। কিন্তু ওরহান ও সারার যে ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছে তাকে কি নিছক বন্ধুত্ব বলা যায়? এই নিয়েও প্রশ্ন উঠেছে।