বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা Logo চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo সাতক্ষীরা–খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা–ছেলে নিহত, আহত ৮ Logo খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস উদযাপণ Logo মহান বিজয় দিবসে ইবির জুলাই ৩৬ হলের শ্রদ্ধাঞ্জলি

এখনো ভাইকে দেখতে আসেনি সাইফ কন্যা!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪২:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খু্ল্লম-খুল্লা জীবন। বৈভবের অঢেল আয়োজন। আজ লন্ডন তো কাল নিউইয়র্ক। সোশ্যাল মিডিয়ায় সেই জীবনের একের পর এক ছবি আপলোড। এমনই জীবন বলিউডের কিছু তারকা সন্তানদের।

তেমনই সাইফ আলি খানের কন্যা সারা আলি খানও এই জীবনের বাইরে নন। কারণ, বারবারই তিনি নজরে পড়েছেন তার গ্ল্যামারার্স লাইফস্টাইল থেকে শুরু করে ছেলেবন্ধুদের সঙ্গে বিতর্কিত সব ছবি পোস্ট করে।

সারা আলি

আবার সারা আলি খানের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবিগুলো এমন সময়ে সামনে এসেছে যখন জন্ম হয়েছে তার বৈমাত্রেয় ভাইয়ের। সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সারার সম্পর্ক যথেষ্টই মধুর। কিন্তু এখনো পর্যন্ত সদ্য জন্মানো ভাইকে দেখতে হাসপাতালেই নাকি পৌঁছতে পারেননি সারা।

তাহলে কোথায় সারা? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে তখনই প্রকাশ্যে এসেছে এই ছবিটি। যেখানে সারাকে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

সারা আলি

এর আগে বীর পাহাড়ি নামে একটি ছেলের সঙ্গে সারার নাম জড়িয়েছিল। সারা ও বীরের চুম্বনের ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। কিন্তু এই ছেলেটির চেহারার সঙ্গে বীরের কোনো মিল নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফোলো করে দেখা গিয়েছে, সারার সঙ্গে থাকা এই ছেলেটির নাম ওরহান আওয়াত্রামানি। ওরহান একজন আইএমজি মডেল বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে।

ওরহানের সঙ্গে সারার পরিচয় অনেকদিনের। কারণ, ওরহানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সারার এবং তার বহু পুরনো ছবি পাওয়া গেছে। এর মধ্যে বেশকিছু ছবিতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

সারা আলি

সারা ও ওরহান একসঙ্গে স্নাতক ডিগ্রি পাওয়ার দিনেও ফোটোশুট করেছিলেন। সেই ছবিও ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন ওরহান। তবে, বিতর্ক তৈরি হয়, ওরহান ছবির তলায় ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি’ বাক্য লিখে দেওয়ায়। অনেকের মতে, ওরহানের সঙ্গে সারার ভাই ইব্রাহিমেরও বন্ধুত্ব রয়েছে। সেই ভিত্তিতে নাকি একসঙ্গে বহু সময়ে পার্টি করেছেন ওরহান ও সারা। কিন্তু ওরহান ও সারার যে ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছে তাকে কি নিছক বন্ধুত্ব বলা যায়? এই নিয়েও প্রশ্ন উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি

এখনো ভাইকে দেখতে আসেনি সাইফ কন্যা!

আপডেট সময় : ০৪:৪২:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

খু্ল্লম-খুল্লা জীবন। বৈভবের অঢেল আয়োজন। আজ লন্ডন তো কাল নিউইয়র্ক। সোশ্যাল মিডিয়ায় সেই জীবনের একের পর এক ছবি আপলোড। এমনই জীবন বলিউডের কিছু তারকা সন্তানদের।

তেমনই সাইফ আলি খানের কন্যা সারা আলি খানও এই জীবনের বাইরে নন। কারণ, বারবারই তিনি নজরে পড়েছেন তার গ্ল্যামারার্স লাইফস্টাইল থেকে শুরু করে ছেলেবন্ধুদের সঙ্গে বিতর্কিত সব ছবি পোস্ট করে।

সারা আলি

আবার সারা আলি খানের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ছবিগুলো এমন সময়ে সামনে এসেছে যখন জন্ম হয়েছে তার বৈমাত্রেয় ভাইয়ের। সাইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সারার সম্পর্ক যথেষ্টই মধুর। কিন্তু এখনো পর্যন্ত সদ্য জন্মানো ভাইকে দেখতে হাসপাতালেই নাকি পৌঁছতে পারেননি সারা।

তাহলে কোথায় সারা? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে তখনই প্রকাশ্যে এসেছে এই ছবিটি। যেখানে সারাকে একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

সারা আলি

এর আগে বীর পাহাড়ি নামে একটি ছেলের সঙ্গে সারার নাম জড়িয়েছিল। সারা ও বীরের চুম্বনের ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। কিন্তু এই ছেলেটির চেহারার সঙ্গে বীরের কোনো মিল নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফোলো করে দেখা গিয়েছে, সারার সঙ্গে থাকা এই ছেলেটির নাম ওরহান আওয়াত্রামানি। ওরহান একজন আইএমজি মডেল বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে।

ওরহানের সঙ্গে সারার পরিচয় অনেকদিনের। কারণ, ওরহানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সারার এবং তার বহু পুরনো ছবি পাওয়া গেছে। এর মধ্যে বেশকিছু ছবিতে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।

সারা আলি

সারা ও ওরহান একসঙ্গে স্নাতক ডিগ্রি পাওয়ার দিনেও ফোটোশুট করেছিলেন। সেই ছবিও ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন ওরহান। তবে, বিতর্ক তৈরি হয়, ওরহান ছবির তলায় ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি’ বাক্য লিখে দেওয়ায়। অনেকের মতে, ওরহানের সঙ্গে সারার ভাই ইব্রাহিমেরও বন্ধুত্ব রয়েছে। সেই ভিত্তিতে নাকি একসঙ্গে বহু সময়ে পার্টি করেছেন ওরহান ও সারা। কিন্তু ওরহান ও সারার যে ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছে তাকে কি নিছক বন্ধুত্ব বলা যায়? এই নিয়েও প্রশ্ন উঠেছে।