নিউজ ডেস্ক:
এপিসিটিটি সম্মেলনে এবার ১৪টি দেশের অংশ মেয়ার কথা। ইসলামাবাদ জানিয়েছে শুরুতে সম্মেলনে অংশ নেয়ার কথা নিশ্চিত করলেও শেষ মুহূর্তে মত বদল করে দিল্লি। তবে হঠাৎ সিদ্ধান্ত বদলের কোনো কারণ জানায়নি তারা।
সার্ক সম্মেলনের পর দ্বিতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানকে বয়কট করল ভারত। সোমবার শুরু হওয়া এই সম্মেলন শেষ হচ্ছে আজ।