সরকারি নিরাপত্তা বাহনীর গুলিতে কঙ্গোতে অন্তত ২৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিক্ষোভকারীরা কিনসাসা অঞ্চলের রাস্তায় জড়ো হলে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের নেতা এতিয়েনে তিসেকডি এই বিক্ষোভের ডাক দেন। রাজধানীসহ সারাদেশেই গুলির ঘটনা ঘটে।
এ বিষয়ে সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হয়নি। মৃতদের সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে সন্ধার মধ্যেই পরিস্থিতি শান্ত হতে থাকে। ঘটনায় অনেক মানুষকে গ্রেফতারও করা হয়েছে, বিশেষ করে পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে। কেন্দ্রীয় শহর কানাঙ্গায় স্থানীয় সশস্ত্র যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানকার বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।