রবিবার | ২ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo ফরিদগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন Logo জীবননগরে রাতে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা Logo সুদানে চলমান গণহত্যার প্রতিবাদে জাবি শাখা ছাত্রশক্তির অবস্থান কর্মসূচি Logo শিল্প-সাহিত্যে সংগঠনের ভূমিকা শীর্ষক চর্যাপদ সাহিত্য একাডেমির গোল টেবিল বৈঠক Logo শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১ Logo বরিশালের প্রাচীন ঐতিহ্য মিয়াবাড়ি মসজিদ Logo প্রতিকূলতার মধ্যেও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ডিএমপি Logo ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল। Logo ইবিতে দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন Logo আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জে জমকালো আয়োজনে শুরু হয়েছে ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫।
শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী এ.আর. পাইলট মাঠে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে মাসব্যাপী এ টুর্নামেন্টের সূচনা হয়। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীদের মেধার বিকাশের জন্য শারীরিক সুস্থতা অপরিহার্য, আর শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। আমাদের সমাজে দুটি বড় সমস্যা, মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি। তরুণ সমাজকে এ দু’টি অভিশাপ থেকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম কার্যকর উপায়। ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

পুলিশ সুপার আরও বলেন, ১৬টি দল নিয়ে মাসব্যাপী এ আয়োজন ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে। এক মাস ধরে এ অঞ্চলের তরুণ ও ক্রীড়াপ্রেমীরা খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধনে যুক্ত থাকবে—এটি নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। তিনি বলেন, ছাত্র কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। আমরা চাই, একটি মানসম্মত শিক্ষা কমিশন গঠিত হোক – যা প্রকৃত শিক্ষার বিকাশে ভূমিকা রাখবে। পূর্ববর্তী সরকার শিক্ষাব্যবস্থাকে বিপথে নিলেও, গণঅভ্যুত্থান আমাদের সেই অবস্থা থেকে রক্ষা করেছে। এখন সময় প্রকৃত শিক্ষা ও নৈতিকতার চর্চা এগিয়ে নেওয়ার।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরনবী নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আয়োজক কমিটির আহ্বায়ক নুরুন্নবী নোমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। উদ্বোধনী খেলায় খাজুরিয়া স্পোর্টস একাডেমি ও এসএসসি ব্যাচ–২০১৯ মুখোমুখি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন

ফরিদগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন

আপডেট সময় : ০৮:১৪:২৮ অপরাহ্ণ, রবিবার, ২ নভেম্বর ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে জমকালো আয়োজনে শুরু হয়েছে ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫।
শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী এ.আর. পাইলট মাঠে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে মাসব্যাপী এ টুর্নামেন্টের সূচনা হয়। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীদের মেধার বিকাশের জন্য শারীরিক সুস্থতা অপরিহার্য, আর শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। আমাদের সমাজে দুটি বড় সমস্যা, মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি। তরুণ সমাজকে এ দু’টি অভিশাপ থেকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম কার্যকর উপায়। ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

পুলিশ সুপার আরও বলেন, ১৬টি দল নিয়ে মাসব্যাপী এ আয়োজন ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে। এক মাস ধরে এ অঞ্চলের তরুণ ও ক্রীড়াপ্রেমীরা খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধনে যুক্ত থাকবে—এটি নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। তিনি বলেন, ছাত্র কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। আমরা চাই, একটি মানসম্মত শিক্ষা কমিশন গঠিত হোক – যা প্রকৃত শিক্ষার বিকাশে ভূমিকা রাখবে। পূর্ববর্তী সরকার শিক্ষাব্যবস্থাকে বিপথে নিলেও, গণঅভ্যুত্থান আমাদের সেই অবস্থা থেকে রক্ষা করেছে। এখন সময় প্রকৃত শিক্ষা ও নৈতিকতার চর্চা এগিয়ে নেওয়ার।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরনবী নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আয়োজক কমিটির আহ্বায়ক নুরুন্নবী নোমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। উদ্বোধনী খেলায় খাজুরিয়া স্পোর্টস একাডেমি ও এসএসসি ব্যাচ–২০১৯ মুখোমুখি হয়।