শিরোনাম :
Logo মাসিক বিক্রমপুরের প্রতিনিধি সম্মেলন Logo গাজীপুরে যৌথ অভিযান : ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার Logo ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ Logo রাবিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইউট্যাবের বর্ণাঢ্য বিজয় র‍্যালি Logo আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে (বিপিজেএফ) আয়োজিত মানববন্ধন সাংবাদিকদের ওপর সহিংসতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত Logo ডাকাতিয়ার বুকে নির্মিত ভাষাবীর এম এ ওয়াদুদ সেতু অবহেলিত মানুষের স্বপ্নের প্রতীক Logo পবনাপুরের মরণ ফাঁদ, ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন। Logo উচ্ছ্বাস-আনন্দে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ Logo অস্ট্রেলিয়ার লক্ষ্য হ্যাটট্রিক সিরিজ জয়: দক্ষিণ আফ্রিকা চায় সমতা

অস্ট্রেলিয়ার লক্ষ্য হ্যাটট্রিক সিরিজ জয়: দক্ষিণ আফ্রিকা চায় সমতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

টিম ডেভিডের দারুণ ব্যাটিং পারফরমেন্সে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া।

জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে চায় অসিরা। তাহলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তৃতীয়বারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২০ ও ২০২৩ সালে তিন ম্যাচের সর্বশেষ দুই সিরিজ যথাক্রমে ২-১ এবং ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

অন্যদিকে প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না প্রোটিয়ারা।

আগামীকাল অস্ট্রেলিয়ার ডারউইনের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে দারুণ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা।

৭৫ রানে অস্ট্রেলিয়ার ৬ ব্যাটারকে সাজঘরে বিদায় দেয় প্রোটিয়া বোলাররা। এজন্য অস্ট্রেলিয়াকে দ্রুত গুটিয়ে দেওয়ার অপেক্ষায় ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদাদের হতাশ করেছেন ডেভিড।

পাঁচ নম্বরে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হন ডেভিড। চাপের মুখে থেকেও দ্রুত রান তুলে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ৮টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই ডান-হাতি ব্যাটার। এতে ১৭৮ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

জবাবে অস্ট্রেলিয়ার বোলারদের দারুণ নৈপুন্যের সামনে ওপেনার রায়ান রিকেলটন ছাড়া অন্য কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি। ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেও দলের হার এড়াতে পারেননি রিকেলটন। ফলে ৯ উইকেটে ১৬১ রান তুলে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা। ৭ চার ও ১ ছক্কায় রিকেলটনের ৫৫ বলে ৭১ রানের লড়াকু ইনিংস বৃথা যায়। জশ হ্যাজেলউড ও বেন ডোয়ারশিষ ৩টি করে উইকেট নেন।

ম্যাচ জিতলেও স্বীকৃত ব্যাটারদের কাছ থেকে আরও ভাল পারফরমেন্স আশা করছেন পেসার হ্যাজেলউড। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের ব্যাটাররা ভাল করতে পারেনি। তাদের ভাল পারফরমেন্স করতে হবে। দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে জিততে হলে রান করা খুবই জরুরি।’

অস্ট্রেলিয়ার মত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও ভাল করতে পারেনি। তাই দক্ষিণ আফ্রিকারও প্রত্যাশা, দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠবে ব্যাটাররা। দলের ওপেনার রিকেলটন বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেনি। এই দলের ব্যাটারদের বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। আশা করছি, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠবে এবং বড় ইনিংস খেলবে তারা।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৬বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচে জিতেছে অসিরা।
প্রোটিয়াদের জয় আছে ৮টি।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন এ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশিস, ন্যাথান এলিস, ক্যামেরুন গ্রীন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, এডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডে, কিওয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুহান-ড্রি প্রিটোরিয়ান, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, রাসি ভ্যান ডার ডুসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাসিক বিক্রমপুরের প্রতিনিধি সম্মেলন

অস্ট্রেলিয়ার লক্ষ্য হ্যাটট্রিক সিরিজ জয়: দক্ষিণ আফ্রিকা চায় সমতা

আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫

টিম ডেভিডের দারুণ ব্যাটিং পারফরমেন্সে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া।

জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে চায় অসিরা। তাহলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তৃতীয়বারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০২০ ও ২০২৩ সালে তিন ম্যাচের সর্বশেষ দুই সিরিজ যথাক্রমে ২-১ এবং ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

অন্যদিকে প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না প্রোটিয়ারা।

আগামীকাল অস্ট্রেলিয়ার ডারউইনের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে দারুণ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা।

৭৫ রানে অস্ট্রেলিয়ার ৬ ব্যাটারকে সাজঘরে বিদায় দেয় প্রোটিয়া বোলাররা। এজন্য অস্ট্রেলিয়াকে দ্রুত গুটিয়ে দেওয়ার অপেক্ষায় ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদাদের হতাশ করেছেন ডেভিড।

পাঁচ নম্বরে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হন ডেভিড। চাপের মুখে থেকেও দ্রুত রান তুলে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ৮টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই ডান-হাতি ব্যাটার। এতে ১৭৮ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

জবাবে অস্ট্রেলিয়ার বোলারদের দারুণ নৈপুন্যের সামনে ওপেনার রায়ান রিকেলটন ছাড়া অন্য কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি। ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেও দলের হার এড়াতে পারেননি রিকেলটন। ফলে ৯ উইকেটে ১৬১ রান তুলে ম্যাচ হারে দক্ষিণ আফ্রিকা। ৭ চার ও ১ ছক্কায় রিকেলটনের ৫৫ বলে ৭১ রানের লড়াকু ইনিংস বৃথা যায়। জশ হ্যাজেলউড ও বেন ডোয়ারশিষ ৩টি করে উইকেট নেন।

ম্যাচ জিতলেও স্বীকৃত ব্যাটারদের কাছ থেকে আরও ভাল পারফরমেন্স আশা করছেন পেসার হ্যাজেলউড। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের ব্যাটাররা ভাল করতে পারেনি। তাদের ভাল পারফরমেন্স করতে হবে। দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে জিততে হলে রান করা খুবই জরুরি।’

অস্ট্রেলিয়ার মত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও ভাল করতে পারেনি। তাই দক্ষিণ আফ্রিকারও প্রত্যাশা, দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠবে ব্যাটাররা। দলের ওপেনার রিকেলটন বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেনি। এই দলের ব্যাটারদের বড় ইনিংস খেলার সামর্থ্য আছে। আশা করছি, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠবে এবং বড় ইনিংস খেলবে তারা।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৬বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচে জিতেছে অসিরা।
প্রোটিয়াদের জয় আছে ৮টি।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন এ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশিস, ন্যাথান এলিস, ক্যামেরুন গ্রীন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, এডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডে, কিওয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুহান-ড্রি প্রিটোরিয়ান, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, রাসি ভ্যান ডার ডুসেন।