মেসিদের লিগে খেলতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সন মিন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪০:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইইপএল) দল টটেনহ্যাম হটস্পারে অনেক বছর ধরে খেলছেন দক্ষিণ কোরিয়ার ৩৩ বছর বয়সি অধিনায়ক সন হিউং-মিন। এবার সেই মধুর সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।

আর্জেন্টাইন অধিনায়কের লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এল গ্যালাক্সিতে) যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন মিন ক্লাবটিও তাকে দলে ভেড়াতে আলোচনা এগিয়েছে বলে জানা গেছে।

আজ রোববার (৩ আগস্ট) প্রকাশিত দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মেজর লিগ সকারের ক্লাবটি এই গ্রীষ্মকালীন দলবদলে সনকে দলে ভেড়াতে চেষ্টা করে যাচ্ছে।

টটেনহামের সঙ্গে সনের চুক্তির এখনো এক বছর বাকি। তবে তাদের নতুন ম্যানেজার থমাস ফ্রাঙ্কের শুরুর একাদশের পকিল্পনায় তিনি থাকছেন না। যেটি হতে পারে পারে তার ক্লাব ছাড়ার পেছনের মূল কারণ। দক্ষিণ কোরিয়ার এই তারকা ফুটবলার শনিবার এক সংবাদ সম্মেলনে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন।

টটেনহামের এশিয়া সফরের অংশ হিসেবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘সংবাদ সম্মেলন শুরুর আগে আমি জানাতে চাই এই গ্রীষ্মে ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আগামী ২০২৬ সালে সনের চুক্তি শেষ হবে, তবে তারা আগেই তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে রাজি করানোর চেষ্ট চালিয়ে যাচ্ছে। টটেনহামও শুধু এই মৌসুমে সনকে বিক্রি করতে পারলে তার জন্য দলবদল বাবদ অর্থ পাবে। সনের কাছে এই বছরটি বেশ গুরুত্বপূর্ণ, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিনি দলের শুরুর একাদশে জায়গা পেতে চান।

সনের মূল্য ২০ মিলিয়ন ইউরো, মেজর লিগ সকারে (এমএলএস) রিকি পুইগের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের খেলোয়াড় হবেন তিনি। তাদের থেকে বেশি মূল্যে ইতোমধ্যে ২৫ মিলিয়নে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে নিয়েছে ইন্টার মিয়ামি ।

দক্ষিণ-পূর্ব এশিয়া ও কোরিয়ায় সনের অনেক সমর্থক রয়েছে। অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে প্রায় তিন লাখ ২০ হাজার কোরিয়ান বসবাস করেন, যারা তার আগমনে উৎসাহিত হবে।

টটেনহামের হয়ে সন ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল ও ১০১টি অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে ক্লাবটির হয়ে প্রথম ইউরোপা লিগ শিরোপা জিতেছেন এই কোরিয়ান তারকা ফুটবলার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মেসিদের লিগে খেলতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সন মিন

আপডেট সময় : ০৮:৪০:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৩ আগস্ট ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইইপএল) দল টটেনহ্যাম হটস্পারে অনেক বছর ধরে খেলছেন দক্ষিণ কোরিয়ার ৩৩ বছর বয়সি অধিনায়ক সন হিউং-মিন। এবার সেই মধুর সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে।

আর্জেন্টাইন অধিনায়কের লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এল গ্যালাক্সিতে) যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন মিন ক্লাবটিও তাকে দলে ভেড়াতে আলোচনা এগিয়েছে বলে জানা গেছে।

আজ রোববার (৩ আগস্ট) প্রকাশিত দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মেজর লিগ সকারের ক্লাবটি এই গ্রীষ্মকালীন দলবদলে সনকে দলে ভেড়াতে চেষ্টা করে যাচ্ছে।

টটেনহামের সঙ্গে সনের চুক্তির এখনো এক বছর বাকি। তবে তাদের নতুন ম্যানেজার থমাস ফ্রাঙ্কের শুরুর একাদশের পকিল্পনায় তিনি থাকছেন না। যেটি হতে পারে পারে তার ক্লাব ছাড়ার পেছনের মূল কারণ। দক্ষিণ কোরিয়ার এই তারকা ফুটবলার শনিবার এক সংবাদ সম্মেলনে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন।

টটেনহামের এশিয়া সফরের অংশ হিসেবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘সংবাদ সম্মেলন শুরুর আগে আমি জানাতে চাই এই গ্রীষ্মে ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আগামী ২০২৬ সালে সনের চুক্তি শেষ হবে, তবে তারা আগেই তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে রাজি করানোর চেষ্ট চালিয়ে যাচ্ছে। টটেনহামও শুধু এই মৌসুমে সনকে বিক্রি করতে পারলে তার জন্য দলবদল বাবদ অর্থ পাবে। সনের কাছে এই বছরটি বেশ গুরুত্বপূর্ণ, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিনি দলের শুরুর একাদশে জায়গা পেতে চান।

সনের মূল্য ২০ মিলিয়ন ইউরো, মেজর লিগ সকারে (এমএলএস) রিকি পুইগের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের খেলোয়াড় হবেন তিনি। তাদের থেকে বেশি মূল্যে ইতোমধ্যে ২৫ মিলিয়নে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে নিয়েছে ইন্টার মিয়ামি ।

দক্ষিণ-পূর্ব এশিয়া ও কোরিয়ায় সনের অনেক সমর্থক রয়েছে। অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে প্রায় তিন লাখ ২০ হাজার কোরিয়ান বসবাস করেন, যারা তার আগমনে উৎসাহিত হবে।

টটেনহামের হয়ে সন ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল ও ১০১টি অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে ক্লাবটির হয়ে প্রথম ইউরোপা লিগ শিরোপা জিতেছেন এই কোরিয়ান তারকা ফুটবলার।