শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

ইবিতে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৪ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১৬৬ নম্বর কক্ষে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায়, গোলাম রাব্বানী ও আইইউডিএস-এর সদস্য সচিব দিদারুল ইসলাম প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিটিভি বিতর্ক প্রতিযোগিতার নির্দেশক নাজমুল হুদা আজাদ, সাবেক টিভি বিতার্কিক মো. খালিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক আজমিম মাহমুদ এবং আইইউডিএস-এর সাবেক আহ্বায়ক ও টিভি বিতার্কিক নোমান ইবনে বাশার।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “শহীদ আবু সাঈদের স্মরণে এবং ‘জুলাই স্পিরিট’ ধারণ করে আমরা এই বিতর্কের আয়োজন করেছি। ২০১৭ সালের পর দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা হয়নি। এবার ২২টি বিভাগের অংশগ্রহণে আমরা আবার এ সংস্কৃতি ফিরিয়ে আনতে পেরেছি। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।”

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সৃজনশীলতা ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশের স্থান। বিতর্ক প্রতিযোগিতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকদিন পর হলেও জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে এমন আয়োজন শুরু করতে পারা আনন্দের। আশা করি, এটি ধারাবাহিকভাবে চলবে। বিতর্কের মাধ্যমে মত প্রকাশ ও পারস্পরিক সহমর্মিতার সুযোগ তৈরি হবে, যা শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

ইবিতে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৭:২২:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৪ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১৬৬ নম্বর কক্ষে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায়, গোলাম রাব্বানী ও আইইউডিএস-এর সদস্য সচিব দিদারুল ইসলাম প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিটিভি বিতর্ক প্রতিযোগিতার নির্দেশক নাজমুল হুদা আজাদ, সাবেক টিভি বিতার্কিক মো. খালিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক আজমিম মাহমুদ এবং আইইউডিএস-এর সাবেক আহ্বায়ক ও টিভি বিতার্কিক নোমান ইবনে বাশার।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “শহীদ আবু সাঈদের স্মরণে এবং ‘জুলাই স্পিরিট’ ধারণ করে আমরা এই বিতর্কের আয়োজন করেছি। ২০১৭ সালের পর দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা হয়নি। এবার ২২টি বিভাগের অংশগ্রহণে আমরা আবার এ সংস্কৃতি ফিরিয়ে আনতে পেরেছি। নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।”

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সৃজনশীলতা ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশের স্থান। বিতর্ক প্রতিযোগিতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকদিন পর হলেও জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে এমন আয়োজন শুরু করতে পারা আনন্দের। আশা করি, এটি ধারাবাহিকভাবে চলবে। বিতর্কের মাধ্যমে মত প্রকাশ ও পারস্পরিক সহমর্মিতার সুযোগ তৈরি হবে, যা শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে।”