বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার” Logo সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি ! Logo পৌর যুবদলের উদ্যোগে পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া মাহফিল Logo চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে – উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা Logo সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

শহিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পরিচালক ও শিক্ষক বিরুদ্ধে মামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৩:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ শহিদ ক্যাডেট একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২)–এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শিক্ষার্থী এস এম ফারহান সাদিক ফাহিমের (১২) বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহিদ ক্যাডেট একাডেমির আবাসিকে থেকে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহিম গত ১৭ জুলাই অসুস্থতার কারণে সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় শিক্ষক বুলবুল ক্ষিপ্ত হয়ে তাকে বেত্রাঘাত ও মারপিট করেন। এতে ফাহিম গুরুতর আহত হয়। পরে তাকে ‘মেরে ফেলার’ হুমকি দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলা হয়।

পরদিন ১৮ জুলাই ফাহিমের মা-বাবা তাকে দেখতে গেলে সহপাঠীদের মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ছেলের শরীরে গুরুতর জখমের চিহ্ন দেখতে পেয়ে তারা ফাহিমকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ রয়েছে, ঘটনার বিচার চাইতে গেলে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু প্রথমে আশ্বাস দিলেও পরে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ফাহিমের বাবাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। থানায় অভিযোগ দিলেও কোনো সাড়া না পাওয়ায় আদালতে মামলা করা হয় বলে জানান বাদী।

এ বিষয়ে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে তার অভিভাবকরা আমার কাছে আসেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন

শহিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পরিচালক ও শিক্ষক বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:১৩:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ শহিদ ক্যাডেট একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২)–এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শিক্ষার্থী এস এম ফারহান সাদিক ফাহিমের (১২) বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জ সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শহিদ ক্যাডেট একাডেমির আবাসিকে থেকে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ফাহিম গত ১৭ জুলাই অসুস্থতার কারণে সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় শিক্ষক বুলবুল ক্ষিপ্ত হয়ে তাকে বেত্রাঘাত ও মারপিট করেন। এতে ফাহিম গুরুতর আহত হয়। পরে তাকে ‘মেরে ফেলার’ হুমকি দিয়ে ঘটনাটি গোপন রাখতে বলা হয়।

পরদিন ১৮ জুলাই ফাহিমের মা-বাবা তাকে দেখতে গেলে সহপাঠীদের মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ছেলের শরীরে গুরুতর জখমের চিহ্ন দেখতে পেয়ে তারা ফাহিমকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ রয়েছে, ঘটনার বিচার চাইতে গেলে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু প্রথমে আশ্বাস দিলেও পরে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ফাহিমের বাবাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। থানায় অভিযোগ দিলেও কোনো সাড়া না পাওয়ায় আদালতে মামলা করা হয় বলে জানান বাদী।

এ বিষয়ে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তবে তার অভিভাবকরা আমার কাছে আসেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।