শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে কুবির বিজয় ২৪ হলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের উদ্যোগে জুলাই-আগস্ট মাসজুড়ে আন্দোলনের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই কর্মসূচির উদ্বোধন হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং হলের আবাসিক শিক্ষার্থীরা।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আজকের বৃক্ষরোপণ কর্মসূচি দেখে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। জুলাই চেতনাকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার যে উদ্যোগগুলো নিয়েছে, এই বৃক্ষরোপণ তারই একটি অংশ। প্রভোস্ট স্যারের এই উদ্যোগ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। গাছ লাগানো একটি বড় ইবাদত। গাছ লাগানো বেশি খরচসাপেক্ষ তাই আমাদের এই কাজের অভ্যাস করা উচিত। আমি আশা করি, শিক্ষার্থীরাই এই গাছগুলোর দেখভালের দায়িত্ব নেবে এবং প্রশাসনও এ বিষয়ে সহায়তা করবে।’

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন,
‘বিজয় ২৪ হলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আমি আনন্দিত। এটি একটি সদকায়ে জারিয়া। ২৪ জুলাইয়ের স্মরণে এই আয়োজন করায় প্রভোস্ট ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তারা এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখবে—এটাই আমার প্রত্যাশা। শিক্ষার্থীরা যখন গঠনমূলক কাজে, শিক্ষা ও গবেষণায় যুক্ত থাকে, তখন সত্যিই ভালো লাগে।’

প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন,
‘৩৬ জুলাই উপলক্ষ্যে আমরা হল প্রশাসন কমপক্ষে ৩৬টি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। ফলজ গাছকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা এর ছায়ায় বসে আড্ডা দিতে পারে এবং ফল খেতে পারে। হলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের গাছও লাগানো হবে। এছাড়া সামনে জুলাই স্মৃতি নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করব, যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা শোনা হবে এবং আহতদের সম্মাননা প্রদান করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে কুবির বিজয় ২৪ হলের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের উদ্যোগে জুলাই-আগস্ট মাসজুড়ে আন্দোলনের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই কর্মসূচির উদ্বোধন হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং হলের আবাসিক শিক্ষার্থীরা।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আজকের বৃক্ষরোপণ কর্মসূচি দেখে আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। জুলাই চেতনাকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার যে উদ্যোগগুলো নিয়েছে, এই বৃক্ষরোপণ তারই একটি অংশ। প্রভোস্ট স্যারের এই উদ্যোগ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। গাছ লাগানো একটি বড় ইবাদত। গাছ লাগানো বেশি খরচসাপেক্ষ তাই আমাদের এই কাজের অভ্যাস করা উচিত। আমি আশা করি, শিক্ষার্থীরাই এই গাছগুলোর দেখভালের দায়িত্ব নেবে এবং প্রশাসনও এ বিষয়ে সহায়তা করবে।’

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন,
‘বিজয় ২৪ হলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আমি আনন্দিত। এটি একটি সদকায়ে জারিয়া। ২৪ জুলাইয়ের স্মরণে এই আয়োজন করায় প্রভোস্ট ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তারা এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখবে—এটাই আমার প্রত্যাশা। শিক্ষার্থীরা যখন গঠনমূলক কাজে, শিক্ষা ও গবেষণায় যুক্ত থাকে, তখন সত্যিই ভালো লাগে।’

প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন,
‘৩৬ জুলাই উপলক্ষ্যে আমরা হল প্রশাসন কমপক্ষে ৩৬টি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। ফলজ গাছকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা এর ছায়ায় বসে আড্ডা দিতে পারে এবং ফল খেতে পারে। হলের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের গাছও লাগানো হবে। এছাড়া সামনে জুলাই স্মৃতি নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করব, যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা শোনা হবে এবং আহতদের সম্মাননা প্রদান করা হবে।