শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে শহীদ মেহেদী হাসান রাব্বি স্মরণে ‘রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মাগুরা সদর উপজেলা ১-০ গোলে শ্রীপুর উপজেলাকে পরাজিত করে।

জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় নিহত মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির স্মরণে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলী আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আহসান হাবীব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, কৃষক দলের জেলা সদস্য সচিব আলমঙ্গীর হোসেন এবং এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ রাব্বির আত্মত্যাগকে স্মরণ করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকার প্রশংসা করেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫

মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে শহীদ মেহেদী হাসান রাব্বি স্মরণে ‘রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মাগুরা সদর উপজেলা ১-০ গোলে শ্রীপুর উপজেলাকে পরাজিত করে।

জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় নিহত মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির স্মরণে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলী আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আহসান হাবীব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, কৃষক দলের জেলা সদস্য সচিব আলমঙ্গীর হোসেন এবং এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ রাব্বির আত্মত্যাগকে স্মরণ করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকার প্রশংসা করেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।