শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

বাগেরহাটে জামায়াত কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২ জুন ২০২৫
  • ৭৯৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের জামায়াত কর্মী মোঃ মজাহারুল ইসলামকে সন্ত্রাসী কায়দায় মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (২ জুন) বিকেল ৫টায় বেতাগা ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কর্মী মজাহারুল ইসলামকে বিএনপি-নামধারী সন্ত্রাসী মাসুদ রানা আরিফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তার মাথায় গুরুতর জখম হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন, বেতাগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আজাদ আলী, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি মাওলানা বেলাল হোসাইন, শুভদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল ইসলাম, বেতাগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মিরাজুল ইসলাম সোহাগ, তারবিয়াত সেক্রেটারি আবু দাউদ।

উল্লেখ্য, গতকাল রবিবার (১জুন) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের কার্ড বিতরণকে কেন্দ্র করে তর্কাতর্কির ভেতর জামায়াতে ইসলামীর কর্মী মাজহারুল ইসলামের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্থানীয় বিএনপি নেতা আরিফের নেতৃত্বে রাকিব শেখ নামের একজন। সেখান থেকে মাজহারুল ইসলামকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

বাগেরহাটে জামায়াত কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১০:০৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২ জুন ২০২৫

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের জামায়াত কর্মী মোঃ মজাহারুল ইসলামকে সন্ত্রাসী কায়দায় মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (২ জুন) বিকেল ৫টায় বেতাগা ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কর্মী মজাহারুল ইসলামকে বিএনপি-নামধারী সন্ত্রাসী মাসুদ রানা আরিফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তার মাথায় গুরুতর জখম হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন, বেতাগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আজাদ আলী, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি মাওলানা বেলাল হোসাইন, শুভদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল ইসলাম, বেতাগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মিরাজুল ইসলাম সোহাগ, তারবিয়াত সেক্রেটারি আবু দাউদ।

উল্লেখ্য, গতকাল রবিবার (১জুন) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের কার্ড বিতরণকে কেন্দ্র করে তর্কাতর্কির ভেতর জামায়াতে ইসলামীর কর্মী মাজহারুল ইসলামের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্থানীয় বিএনপি নেতা আরিফের নেতৃত্বে রাকিব শেখ নামের একজন। সেখান থেকে মাজহারুল ইসলামকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।