পররাষ্ট্র সচিব নিজেই তার অবস্থান থেকে সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা

অপসারণ নয়, পররাষ্ট্র সচিব মো. জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব জানান।

সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই তিনি ছেড়ে দেবেন। তিনি এ পদ থেকে সরে গেলেও তার চাকরি থাকছে।

উপদেষ্টা বলেন, ভারতের সর্বশেষ আরএনজি পণ্য বন্ধ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি গেছে। কবে এত দ্রুত জবাব আসা করি না আমরা। ভারতীয় নাগরিকদের তাদের ফেরত নিতে হবে।
চুক্তি দুই পক্ষের সম্মতিতে বাতিল হয়। আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি। ভারতের সঙ্গে এ মুহূর্তে ১০০ এর উপর চুক্তি আছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভারত থেকে আসা রোহিঙ্গাদের পুশ ব্যাক না করলেও যারা ভারতীয় প্রমাণিত হবেন তাদের ফেরত দেয়া হবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র সচিব নিজেই তার অবস্থান থেকে সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২১ মে ২০২৫

অপসারণ নয়, পররাষ্ট্র সচিব মো. জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২১ মে) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব জানান।

সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই তিনি ছেড়ে দেবেন। তিনি এ পদ থেকে সরে গেলেও তার চাকরি থাকছে।

উপদেষ্টা বলেন, ভারতের সর্বশেষ আরএনজি পণ্য বন্ধ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি গেছে। কবে এত দ্রুত জবাব আসা করি না আমরা। ভারতীয় নাগরিকদের তাদের ফেরত নিতে হবে।
চুক্তি দুই পক্ষের সম্মতিতে বাতিল হয়। আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি। ভারতের সঙ্গে এ মুহূর্তে ১০০ এর উপর চুক্তি আছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভারত থেকে আসা রোহিঙ্গাদের পুশ ব্যাক না করলেও যারা ভারতীয় প্রমাণিত হবেন তাদের ফেরত দেয়া হবে।