জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই স্লোগানে চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং প্রতিযোগিতা ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গতকাল (১৭ মে ) শনিবার সকাল ১১ টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আয়োজিত ৪৬ তম বিজ্ঞান মেলা পরিদর্শন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন।
তিনি বলেন, এটি ৪৬ তম বিজ্ঞান মেলা। তারমানে এর আগে আরো ৪৫টি মেলা হয়েছিল। অর্থাৎ সরকার চায় এধনের বিজ্ঞান মেলা হোক। আমি চাই তোমরা ভালো কিছু করো, বিজ্ঞান মনোস্ক হও। তোমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরো বেশি মনোযোগী হতে হবে।
তিনি আরো বলেন, আমরা এই মাটিতে বসে বিজ্ঞানের মান রাখতে পারিনি। আমাদের চর্চা নেই। তাই আমাদেরকে বিজ্ঞান চর্চা করতে হবে। তিনি কুরাআনের আলোকে শিক্ষার্থীদের উদাহরণ দিয়ে বলেন, তোমারা বিজ্ঞানের প্রতিটি বিষয় মনোযোগ দিলেই বুঝতে পারবে।
বিজ্ঞান কখনোই ধর্ম বিরোধী নয়। বরণ বিজ্ঞান তোমাদেরকে ভালো ধারনা দিবে, যেকোনো বিষয়ের প্রতি। এসময় তিনি উন্নত রাষ্ট্রের কিছু উদাহরণ দিয়ে ব্যাপকভাবে বিজ্ঞানের সার্বিক বিষয়বস্তুগুলো সহজে তুলে ধরেন।
এছাড়াও তিনি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে শিক্ষার্থীদেরকে বুঝানোর চেষ্টা করেন এবং পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যাপকভাবে বাড়তি পড়া পড়তে হবে। তোমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে। আমরা যতোক্ষণ পর্যন্ত জ্ঞান চর্চা না করবো, ততোদিন পর্যন্ত জ্ঞান বিজ্ঞানে আমরা নেতৃত্ব দিতে পারবোনা বলে শিক্ষার্থীদের তিনি অনুপ্রেরণা দেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে বিজ্ঞান মনোস্ক হয়ে ওঠার বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম) ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদূর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, পুরান বাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল শোয়াইব আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন বাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায় চাঁদপ জেলা ও উপজেলা পর্যায় হতে আগত ৪৯টি দল উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্ৰহণ করছে। এর পাশাপাশি ৩২টি দল কুইজ প্রতিযোগিতায় এবং ৮০জন শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এরশাদ উদ্দিন ও সঞ্চালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক।
ছবির ক্যাপশন: চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং প্রতিযোগিতা ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ উদ্ভোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন।