নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১৭৪টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই নির্বাচনের ভোটগ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।