নিঃশ্বাসের গন্ধ শুঁকেই রোগ বলে দেবে ডিভাইস!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিজ্ঞান যে গতিতে এগোচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা ছাড়া ডাক্তারদের আর করণীয় কিছুই থাকবে বলে মনে হয় না। আর যদি ডিভাইসই রোগ ধরে দেয়, তা হলে ডাক্তারদের করণীয় কী-ই বা থাকতে পারে!

আন্তর্জাতিক গবেষকদের একটি দল এমনই একটি ডিভাইস বানিয়েছে, তাদের দাবি, এটি শুধু নিঃশ্বাসের গন্ধ শুঁকেই ধরে ফেলবে ১৭টি রোগ। যার মধ্যে ক্যানসার, পারকিনসনের মতো অসুখও রয়েছে। পাঁচটি দেশের মোট ৫৬জন গবেষক রয়েছেন এই দলটিতে।

এই ডিভাইসে বিভিন্ন ন্যানো-রশ্মি ব্যবহার করা হয়েছে। সেই রশ্মিই নিঃশ্বাসের গন্ধের রাসায়নিক বিশ্লেষণ করে বলে দিতে পারবে অসুখটি কী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

নিঃশ্বাসের গন্ধ শুঁকেই রোগ বলে দেবে ডিভাইস!

আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বিজ্ঞান যে গতিতে এগোচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা ছাড়া ডাক্তারদের আর করণীয় কিছুই থাকবে বলে মনে হয় না। আর যদি ডিভাইসই রোগ ধরে দেয়, তা হলে ডাক্তারদের করণীয় কী-ই বা থাকতে পারে!

আন্তর্জাতিক গবেষকদের একটি দল এমনই একটি ডিভাইস বানিয়েছে, তাদের দাবি, এটি শুধু নিঃশ্বাসের গন্ধ শুঁকেই ধরে ফেলবে ১৭টি রোগ। যার মধ্যে ক্যানসার, পারকিনসনের মতো অসুখও রয়েছে। পাঁচটি দেশের মোট ৫৬জন গবেষক রয়েছেন এই দলটিতে।

এই ডিভাইসে বিভিন্ন ন্যানো-রশ্মি ব্যবহার করা হয়েছে। সেই রশ্মিই নিঃশ্বাসের গন্ধের রাসায়নিক বিশ্লেষণ করে বলে দিতে পারবে অসুখটি কী।