স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।গত রবিবার (২৫ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুইজন।
তারা হলেন-জেলা আওয়ামী লীগের সহ- সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দলীয় মনোনীত কনক কান্তি দাস ও সৃজনী এনজিওর প্রতিষ্ঠাতা হারুন অর রশীদ (বিদ্রোহী)। এছাড়া পুরুষ সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, এবার ছয়টি উপজেলায় মোট ৯৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭২৯ ও মহিলা সদস্য ভোটা ২২৫ জন। জেলার ছয় উপজেলা পরিষদ, সদর পৌরসভা বাদে পাঁচটি পৌরসভা মেয়র ও কাউন্সিলররা এবং ৬৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভোটে অংশ নিতে পারবেন।