গণহত্যাকারীদের বিচার চলতে থাকবে : প্রধানমন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছিল তাদের বিচার চলছে। যতই ষড়যন্ত্র আসুক এ বিচার চলছে এবং চলতে থাকবে। তাদের কেউ রক্ষা করতে পারবে না।

আজ বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বাস করি ন্যায় ও সত্যের জয় সব সময় হয়, সব সময় হবে। যারা যুদ্ধাপরাধ করেছে এবং যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এ দেশে প্রতিষ্ঠিত করেছে, তারা সমান অপরাধী। সুতরাং যারা তাদের হাতে স্বাধীনতার পতাকা তুলে দিয়েছে তাদেরও বিচারের সময় এসেছে। যুদ্ধাপরাধীদের যেমন বিচার হয়েছে, এদের বিচারও বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে।

তিনি আরো বলেন, শহীদদের পথ ছিল সত্য ও সুন্দরের। সত্য ও সুন্দরের পথকে কেউ সাময়িকভাবে বাধাগ্রস্থ করতে পারে কিন্তু চিরতরে রুখে দিতে পারে না। আমরা সে পথেই আছি। সুতরাং যত বাধাবিপত্তি আসুক জয় আমাদের নিশ্চিত। মৃত্যু তাঁকে বারবার হানা দিয়েছে উল্ল্যেখ বলেন, মৃত্যুকে আমি ভয় করি না। সপরিবারে বঙ্গবন্ধুকে হারানোর পর মৃত্যু আমাকে বহুবার তাড়া দিয়েছে। আমি মনে করি, মৃত্যু একটি স্বাভাবিক নিয়তি। কেউ তাকে অস্বীকার করতে পারে না। সুতরাং মৃত্যুর ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারবে না। এ শক্তি এ দেশের জনগণ ও আওয়ামী লীগ থেকে পাই। ওরাই আমাকে বাঁচিয়ে রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

গণহত্যাকারীদের বিচার চলতে থাকবে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছিল তাদের বিচার চলছে। যতই ষড়যন্ত্র আসুক এ বিচার চলছে এবং চলতে থাকবে। তাদের কেউ রক্ষা করতে পারবে না।

আজ বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বাস করি ন্যায় ও সত্যের জয় সব সময় হয়, সব সময় হবে। যারা যুদ্ধাপরাধ করেছে এবং যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এ দেশে প্রতিষ্ঠিত করেছে, তারা সমান অপরাধী। সুতরাং যারা তাদের হাতে স্বাধীনতার পতাকা তুলে দিয়েছে তাদেরও বিচারের সময় এসেছে। যুদ্ধাপরাধীদের যেমন বিচার হয়েছে, এদের বিচারও বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে।

তিনি আরো বলেন, শহীদদের পথ ছিল সত্য ও সুন্দরের। সত্য ও সুন্দরের পথকে কেউ সাময়িকভাবে বাধাগ্রস্থ করতে পারে কিন্তু চিরতরে রুখে দিতে পারে না। আমরা সে পথেই আছি। সুতরাং যত বাধাবিপত্তি আসুক জয় আমাদের নিশ্চিত। মৃত্যু তাঁকে বারবার হানা দিয়েছে উল্ল্যেখ বলেন, মৃত্যুকে আমি ভয় করি না। সপরিবারে বঙ্গবন্ধুকে হারানোর পর মৃত্যু আমাকে বহুবার তাড়া দিয়েছে। আমি মনে করি, মৃত্যু একটি স্বাভাবিক নিয়তি। কেউ তাকে অস্বীকার করতে পারে না। সুতরাং মৃত্যুর ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারবে না। এ শক্তি এ দেশের জনগণ ও আওয়ামী লীগ থেকে পাই। ওরাই আমাকে বাঁচিয়ে রাখবে।