শিরোনাম :
Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ

ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৫:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
  • ৭৪৫ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন অর্জন এবং সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ কর্মসূচি ঘোষণা করবে দলটি।

গত সোমবার (২৭ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দুটি ধাপে কর্মসূচি পরিচালিত হবে।
প্রথম ধাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভাগীয় ও জেলা পর্যায়ে সমাবেশ। এরপর দ্বিতীয় ধাপে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করবে দলটি।

আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম কর্মসূচি শুরু হতে পারে। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, রমজানের আগেই এই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ভ্যাট ও কর বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে। দলের নেতারা মনে করছেন, এই সংকট নিয়ে কার্যকর কর্মসূচি দিলে জনগণের কাছ থেকে আরও সমর্থন পাওয়া সম্ভব।

বিএনপি দাবি করছে, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। তারা বলছে, ন্যূনতম সংস্কারের মাধ্যমে এই সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তবে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও বিএনপি এত দীর্ঘ সময় দিতে রাজি নয়।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে বিএনপি একটি সংশোধিত খসড়া তৈরি করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খসড়া ঘোষণাপত্রকে পুরোপুরি অগ্রাহ্য না করে বাস্তবতার নিরিখে তা পরিবর্তন ও পরিবর্ধন করা হবে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বাহাত্তরের সংবিধানের মূলনীতি মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রণীত। তাই সংবিধান বাতিল নয়, বরং প্রয়োজনে সংশোধন করা যেতে পারে। দলটি মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ১৭ বছরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামকেও ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা উচিত।

বিএনপি শিগগিরই বিভাগীয় সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করবে। পাশাপাশি ঘোষণাপত্র সংশোধনের বিষয়টি শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি

আপডেট সময় : ১০:০৫:৫৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি। জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে জনগণের সমর্থন অর্জন এবং সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ কর্মসূচি ঘোষণা করবে দলটি।

গত সোমবার (২৭ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দুটি ধাপে কর্মসূচি পরিচালিত হবে।
প্রথম ধাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভাগীয় ও জেলা পর্যায়ে সমাবেশ। এরপর দ্বিতীয় ধাপে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করবে দলটি।

আগামী ১৫ ফেব্রুয়ারি প্রথম কর্মসূচি শুরু হতে পারে। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, রমজানের আগেই এই কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ভ্যাট ও কর বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম ক্রমাগত বেড়ে চলেছে। দলের নেতারা মনে করছেন, এই সংকট নিয়ে কার্যকর কর্মসূচি দিলে জনগণের কাছ থেকে আরও সমর্থন পাওয়া সম্ভব।

বিএনপি দাবি করছে, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। তারা বলছে, ন্যূনতম সংস্কারের মাধ্যমে এই সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তবে সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হলেও বিএনপি এত দীর্ঘ সময় দিতে রাজি নয়।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে বিএনপি একটি সংশোধিত খসড়া তৈরি করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির খসড়া ঘোষণাপত্রকে পুরোপুরি অগ্রাহ্য না করে বাস্তবতার নিরিখে তা পরিবর্তন ও পরিবর্ধন করা হবে।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বাহাত্তরের সংবিধানের মূলনীতি মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রণীত। তাই সংবিধান বাতিল নয়, বরং প্রয়োজনে সংশোধন করা যেতে পারে। দলটি মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ১৭ বছরে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামকেও ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা উচিত।

বিএনপি শিগগিরই বিভাগীয় সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করবে। পাশাপাশি ঘোষণাপত্র সংশোধনের বিষয়টি শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।