শিরোনাম :
Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ Logo কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কড়া প্রতিবাদ বিজিবির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৯:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৩৪ বার পড়া হয়েছে

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে একটি প্রতিবাদলিপি বিএসএফের কাছে পাঠিয়েছে বিজিবি।

নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধীনস্থ ঘাগড়া বিওপির দুইটি টহলদল মোমিনপাড়া সীমান্তে নিয়মিত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ৭৫১/৮-এস এবং ৯-এস এর মধ্যবর্তী শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ ভারতের অভ্যন্তরে শিংপাড়া এলাকায় গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

বিএসএফের সূত্র অনুযায়ী, চানাকিয়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের ১০০ গজ ভেতরে কয়েকজন চোরাকারবারীকে গরু পাচারের চেষ্টাকালে দেখতে পায়। বাধা দিলে চোরাকারবারীরা আক্রমণাত্মক আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি চালায়, এতে একজন বাংলাদেশি ওই যুবক নিহত হয়।

ঘটনাস্থল থেকে বিএসএফ দুটি ভারতীয় গরু আটক করেছে। অন্যদিকে, বিজিবি মোমিনপাড়া সীমান্ত থেকে একটি গরু জব্দ করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। একইসঙ্গে সীমান্তবর্তী জনগণের মাঝে জনসচেতনতা বাড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা ও কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি জানায়, বিএসএফের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। নিহত আনোয়ারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়াও চলছে।

সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা এই বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কড়া প্রতিবাদ বিজিবির

আপডেট সময় : ০৬:২৯:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে একটি প্রতিবাদলিপি বিএসএফের কাছে পাঠিয়েছে বিজিবি।

নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধীনস্থ ঘাগড়া বিওপির দুইটি টহলদল মোমিনপাড়া সীমান্তে নিয়মিত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ৭৫১/৮-এস এবং ৯-এস এর মধ্যবর্তী শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ ভারতের অভ্যন্তরে শিংপাড়া এলাকায় গুলির শব্দ শুনতে পাওয়া যায়।

বিএসএফের সূত্র অনুযায়ী, চানাকিয়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের ১০০ গজ ভেতরে কয়েকজন চোরাকারবারীকে গরু পাচারের চেষ্টাকালে দেখতে পায়। বাধা দিলে চোরাকারবারীরা আক্রমণাত্মক আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি চালায়, এতে একজন বাংলাদেশি ওই যুবক নিহত হয়।

ঘটনাস্থল থেকে বিএসএফ দুটি ভারতীয় গরু আটক করেছে। অন্যদিকে, বিজিবি মোমিনপাড়া সীমান্ত থেকে একটি গরু জব্দ করেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। একইসঙ্গে সীমান্তবর্তী জনগণের মাঝে জনসচেতনতা বাড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা ও কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি জানায়, বিএসএফের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। নিহত আনোয়ারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়াও চলছে।

সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা এই বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।