শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

কাফনের কাপড় ও বোমা সাদৃশ্য বস্তু রেখে প্রাণনাশের হুমকি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৬ বার পড়া হয়েছে

বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। মেহেরপুরের গাংনীতে এঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নেয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই গ্রামের চায়ের দোকানি আরশাদ আলী প্রথমে এগুলো দেখতে পান।

খবর পেয়ে গাংনী থানার এসআই শিমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তা উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আরশাদ আলীর দোকানের পাশেই রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউল ইসলামকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে। সাদা কাগজের চিরকুটে লেখা- `রবি মরার জন্য তৈরি হয়। বোমা ও কাফন পাঠালাম। ’ নিচে তিনটি দাগের মধ্যে দুই বার লেখা ‘লাল, লাল’।

চায়ের দোকানদার আরশাদ আলী জানান, সকাল ৬টার দিকে দোকান খুলতে গিয়ে এগুলো তার নজরে পড়ে। পরে তিনি ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এগুলো রাখা হতে পারে। প্রাণনাশের হুমকির বিষয়ে তিনি আইনের আশ্রয় নিতে চান বলেও জানান।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমা সাদৃশ্য বস্তু দুটি বালু পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

কাফনের কাপড় ও বোমা সাদৃশ্য বস্তু রেখে প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৫:৩০:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। মেহেরপুরের গাংনীতে এঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নেয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই গ্রামের চায়ের দোকানি আরশাদ আলী প্রথমে এগুলো দেখতে পান।

খবর পেয়ে গাংনী থানার এসআই শিমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তা উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আরশাদ আলীর দোকানের পাশেই রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউল ইসলামকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে। সাদা কাগজের চিরকুটে লেখা- `রবি মরার জন্য তৈরি হয়। বোমা ও কাফন পাঠালাম। ’ নিচে তিনটি দাগের মধ্যে দুই বার লেখা ‘লাল, লাল’।

চায়ের দোকানদার আরশাদ আলী জানান, সকাল ৬টার দিকে দোকান খুলতে গিয়ে এগুলো তার নজরে পড়ে। পরে তিনি ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এগুলো রাখা হতে পারে। প্রাণনাশের হুমকির বিষয়ে তিনি আইনের আশ্রয় নিতে চান বলেও জানান।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমা সাদৃশ্য বস্তু দুটি বালু পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।