শিরোনাম :

সাভারে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৩:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও পাঁচ বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আশুলিয়ার ভাদাইল এলাকায় এম হাসান বাচ্চুর মালিকানাধীন ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– এম হাসান বাচ্চু (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও শিশুকন্যা জান্নাতি (৫)। এ ঘটনায় বাচ্চুর কলেজপড়ুয়া ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের সূত্রে জানা যায়, হাসান বাচ্চু তার স্ত্রী-সন্তানসহ নিজ বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে ‘বাঁচাও’ বলে চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীরা ছুটে গিয়ে বাচ্চুর দরজা ভেঙ্গে ভেতরে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে র‍্যাব।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাচ্চুর গলায় ও তার স্ত্রী-কন্যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে ঘটনাটির রহস্য উদ্ঘাটন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

সাভারে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৩:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও পাঁচ বছরের সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আশুলিয়ার ভাদাইল এলাকায় এম হাসান বাচ্চুর মালিকানাধীন ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– এম হাসান বাচ্চু (৫০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও শিশুকন্যা জান্নাতি (৫)। এ ঘটনায় বাচ্চুর কলেজপড়ুয়া ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের সূত্রে জানা যায়, হাসান বাচ্চু তার স্ত্রী-সন্তানসহ নিজ বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ চারতলা থেকে তার বড় ছেলে ‘বাঁচাও’ বলে চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীরা ছুটে গিয়ে বাচ্চুর দরজা ভেঙ্গে ভেতরে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে র‍্যাব।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাচ্চুর গলায় ও তার স্ত্রী-কন্যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে ঘটনাটির রহস্য উদ্ঘাটন করা হবে।