শিরোনাম :

বন্যা এখন পর্যন্ত মৃত ৭১, নিখোঁজ ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৯:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩১ বার পড়া হয়েছে

দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, দেশের ১১টি জেলা, ৬৮টি উপজেলা এবং ৫০৪টি ইউনিয়ন এবং পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুর্যোগ উপদেষ্টা। এসময় তিনি বলেন, বন্যায় পানিবন্দি হয়েছে ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার।

ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন। নিখোঁজ ১ জন এবং মৃতের সংখ্যা ৭১ জন।

এসময় দুর্যোগ উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন সংস্থা সর্বাত্মক সহযোগিতা করবে সরকারকে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে জানালে সে হিসেবে তারা সহযোগিতা করবেন।

দুর্যোগ উপদেষ্টা আগামী এক সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব জানাতে বলেছে স্থানীয় প্রশাসনকে। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার পর সিদ্ধান্ত হবে বিদেশি সংস্থা কোন কোন খাতে সহযোগিতা করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপি নেতা

বন্যা এখন পর্যন্ত মৃত ৭১, নিখোঁজ ১

আপডেট সময় : ০৬:২৯:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, দেশের ১১টি জেলা, ৬৮টি উপজেলা এবং ৫০৪টি ইউনিয়ন এবং পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুর্যোগ উপদেষ্টা। এসময় তিনি বলেন, বন্যায় পানিবন্দি হয়েছে ৫ লাখ ৮২ হাজার ১৫৫টি পরিবার।

ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ লাখ ২৪ হাজার ২০২ জন। নিখোঁজ ১ জন এবং মৃতের সংখ্যা ৭১ জন।

এসময় দুর্যোগ উপদেষ্টা বলেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন সংস্থা সর্বাত্মক সহযোগিতা করবে সরকারকে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে জানালে সে হিসেবে তারা সহযোগিতা করবেন।

দুর্যোগ উপদেষ্টা আগামী এক সপ্তাহের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব জানাতে বলেছে স্থানীয় প্রশাসনকে। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার পর সিদ্ধান্ত হবে বিদেশি সংস্থা কোন কোন খাতে সহযোগিতা করবে।