শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ২ লাইনম্যানের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
  • ৭২৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে ২ কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেলে পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের সমামুর গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে মো. ইব্রাহিম ও চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া থানার হাশিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে জাকির হোসেন।

জানা গেছে, মো. ইব্রাহিম বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজার জোনাল অফিসে এবং মো. জাকির হোসেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চৌরাস্তা অফিসে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা কেউই স্বাভাবিক নেই। এমন ঘটনা আমাদেরকে মর্মাহত ও অশ্রুসিক্ত করেছে। দুইজন সহকর্মীর মৃত্যুতে আমাদের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জাকির হোসেন আরও বলেন, আমাদের নোয়াখালীর মানুষ বন্যা পরিস্থিতি এভাবে উপলব্ধি করেনি। এ সময় বিদ্যুৎ সংযোগ দিলে গ্রাহকের ক্ষতি হতে পারে। কিন্তু মানুষজন অফিসে এসে অমানবিক আচরণ করে। তারা বিদ্যুৎ সংযোগ সচল করতে চাপ দেয়। আমিতো জানি লাইন সচল হলে প্রাণহানি ঘটতে পারে। এই বিপর্যয় দ্রুত কেটে যাক। আল্লাহ যেন আমাদের সবার ওপর সহায় হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান ঢাকা পোস্টকে বলেন, ইব্রাহিম ও জাকিরসহ বন্যায় নোয়াখালী জেলায় মোট সাতজন নিহত হয়েছে। তারমধ্যে চারজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। আর তিনজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন।

ট্যাগস :

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ২ লাইনম্যানের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে ২ কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেলে পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের সমামুর গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে মো. ইব্রাহিম ও চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া থানার হাশিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে জাকির হোসেন।

জানা গেছে, মো. ইব্রাহিম বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজার জোনাল অফিসে এবং মো. জাকির হোসেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চৌরাস্তা অফিসে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা কেউই স্বাভাবিক নেই। এমন ঘটনা আমাদেরকে মর্মাহত ও অশ্রুসিক্ত করেছে। দুইজন সহকর্মীর মৃত্যুতে আমাদের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জাকির হোসেন আরও বলেন, আমাদের নোয়াখালীর মানুষ বন্যা পরিস্থিতি এভাবে উপলব্ধি করেনি। এ সময় বিদ্যুৎ সংযোগ দিলে গ্রাহকের ক্ষতি হতে পারে। কিন্তু মানুষজন অফিসে এসে অমানবিক আচরণ করে। তারা বিদ্যুৎ সংযোগ সচল করতে চাপ দেয়। আমিতো জানি লাইন সচল হলে প্রাণহানি ঘটতে পারে। এই বিপর্যয় দ্রুত কেটে যাক। আল্লাহ যেন আমাদের সবার ওপর সহায় হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান ঢাকা পোস্টকে বলেন, ইব্রাহিম ও জাকিরসহ বন্যায় নোয়াখালী জেলায় মোট সাতজন নিহত হয়েছে। তারমধ্যে চারজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। আর তিনজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন।