সারাদেশে একশ্রেণীর উগ্রবাদীদের জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে ও বগুড়ায় উদিচীর জাতীয় সঙ্গীত এর প্রোগ্রামে হামলার প্রতিবাদ জানিয়ে চাঁদপুর পৌর শহীদ মিনারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার (১৬ মে) বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। এতে ছাত্র-শিক্ষক, অভিভাবক, কবি, শিল্পী, সংগঠকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীত পরিবেশনায় উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সিয়াম হোসেন খান, আল-আমিন কবির, মোঃ সিফাতুল্লাহ খান, চাঁদপুর সরকারি কলেজের আরাফ আহমেদ সাফিন, সরকারি টেকনিক্যাল কলেজের ফয়সাল শেখ, ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজের কাবীসা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সানজিদা সান্জু, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অর্ণা মজুমদার, হাসান আলী হাইস্কুল এর ঈষাণ, মমিন পাটোয়ারি প্রমুখ।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ সিয়াম হোসেন খান বক্তব্যে বলেন আমরা এমন বাংলাদেশ চাইনা যেখানে স্বাধীনভাবে জাতীয় সঙ্গীত গাওয়া যায় না। আমরা আমাদের সংস্কৃতির উপর কোনো ধরনের আঘাত আসতে দিবো না। প্রয়োজনে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সারাদেশে এই অপচেষ্টাকারীদের প্রতিরোধ করবো। মুক্তিযুদ্ধ , জাতীয় সঙ্গীত এর ব্যাপারে কোনো আপষ নয়। প্রোগ্রামে বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ সিয়াম হোসেন খান। বক্তব্যে তিনি বলেন আমরা এমন বাংলাদেশ চাইনা যেখানে স্বাধীনভাবে জাতীয় সঙ্গীত গাওয়া যায় না।আমরা আমাদের সংস্কৃতির উপর কোনো ধরনের আঘাত আসতে দিবো না।প্রয়োজনে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সাড়াদেশে এই অপচেষ্টাকারীদের প্রতিরোধ করবো। মুক্তিযুদ্ধ , জাতীয় সঙ্গীত এর ব্যাপারে কোনো আপষ নয়। কিছুদিন পর পর একটি কুচক্রী মহল জাতীয় সংগীতকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। যারা জাতীয় সংগীতকে বন্ধ করতে চায় তারা দেশের শত্রু। ষড়যন্ত্র করে এ দেশের জাতীয় সংগীতকে বন্ধ করা যাবে না।’
আমরা উদিচী শিল্পীগোষ্ঠীর উপর হামলার তীব্র নিন্দা জানাই। উপরমহলের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার।
ছবির ক্যাপশন: সারাদেশে একশ্রেণীর উগ্রবাদীদের জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে ও বগুড়ায় উদিচীর জাতীয় সঙ্গীত এর প্রোগ্রামে হামলার প্রতিবাদ জানিয়ে চাঁদপুর পৌর শহীদ মিনারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও প্রতিবাদ সভা করেছে।