চাঁদপুরের কচুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নারী শিক্ষা বিস্তারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলীয়ারা রাজবাড়ী হোসনেয়ারা মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভার উদ্যোগ নেয়া হয়। এতে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, গাজীপুর রাণী বিলাস মনি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী ও শিক্ষক জিসান আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্যে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম এন্টি টেররিজম ইউনিটের ওসি মো. শাহাদাৎ হোসেন,অ্যাডভোকেট মোস্তাক আহমেদ,মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,সাংবাদিক আকাশ মিয়াজী,জিসান আহমেদ নান্নু, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল ,যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সরকার প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি: আলীয়ারা রাজবাড়ী হোসনেয়ারা মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।