দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩১:১৭ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না।  জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির মতো সরকারি সিদ্ধান্তগুলোর প্রতিবাদে কর্মসূচিতে বাধা এলে বিএনপি আরো কঠোর হবে। তিনি বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারি দল নিজেরা ভোট চাইছে, অন্যদিকে বিএনপিকে আদালতের বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। সামনের দিনে বিএনপির বড় বড় কর্মসূচি আসবে। সে কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি আসতে পারে।

বিএনপির এই নেতা বলেন, পরিবহন খাতে অসন্তোষ সৃষ্টির প্রধান ব্যক্তি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি পরিবহন খাতকে জিম্মি করে রেখেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি !

আপডেট সময় : ০৩:৩১:১৭ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না।  জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির মতো সরকারি সিদ্ধান্তগুলোর প্রতিবাদে কর্মসূচিতে বাধা এলে বিএনপি আরো কঠোর হবে। তিনি বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারি দল নিজেরা ভোট চাইছে, অন্যদিকে বিএনপিকে আদালতের বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। সামনের দিনে বিএনপির বড় বড় কর্মসূচি আসবে। সে কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি আসতে পারে।

বিএনপির এই নেতা বলেন, পরিবহন খাতে অসন্তোষ সৃষ্টির প্রধান ব্যক্তি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি পরিবহন খাতকে জিম্মি করে রেখেছেন।