শিরোনাম :
Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ

যে জিকিরে আল্লাহ’র রহমতের দুয়ার খুলে যায়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২১:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৭৪২ বার পড়া হয়েছে

জিকির এমন একটি ইবাদাত যা মানুষের কলবকে পরিস্কার করে। আল্লাহর নৈকট্য লাভের পথকে প্রসারিত করে। জিকিরের মধ্যে এমন কিছু জিকির আছে যা অত্যন্ত ফজিলতপূর্ণ। আর এসব ফজিলতপূর্ণ জিকির করলে আল্লাহ তায়ালা ইহকালে ও পরকালে মর্যাদা ও উপকারিতা দান করে।

যে যতবেশি জিকির করবে তার উপকারিতা ও মর্যাদা ততবেশি হবে। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। কী সেই জিকির ও জিকিরের মর্যাদা?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যাক্তি বলবে –

لَاۤ اِلٰهَ إِلَّااللّٰهُ، وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির। ’

অর্থ : আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। সব রাজত্ব তাঁর, সব প্রশংসা তাঁর। তিনি সব কিছুর ওপর শক্তিমান। ’

ফজিলত:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন –  যে এই তাওহিদের কালেমা ১০০ বার পড়বে , আল্লাহ তায়ালা বেশ কিছু মর্যাদা দান করবে। আর তা হলো…

# ১০ জন গোলামকে মুক্তি দেয়ার সমান নেকি লাভ করবে।
# ১০০টি নেকি লাভ করবে।
# ১০০ টি গোনাহ থেকে ক্ষমা পাবে।
# সে ওই দিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে।
# আর তার চেয়ে বেশি নেকি কেউ করতে পারবে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- এ দোয়া (তাওহিদের জিকির) সবচেয়ে উত্তম। ’ (বুখারি ও মুসলিম) অন্য বর্ণনায় এসেছে- ‘কোনো লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে ‘হ্যাঁ’, ওই ব্যক্তি ব্যতিত যে এ জিকির বা দোয়াটির আমল বেশি পরিমাণে করবে। ’ (বুখারি)

১. যে ব্যক্তি এ জিকিরটি ১০ বার করবে, সে চারজন ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সমান সাওয়াব পাবে। ’ (নাসাঈ)
২. যে ব্যক্তি এই জিকিরটি ১ বার করবে, সে একজন বা দুজন ক্রীতদাস আজাদ করে দেয়ার সাওয়াব পাবে। ’ (মাজমাউয যাওয়াইদ)
৩. যে ব্যক্তি এই জিকিরটি পড়বে আল্লাহ তাআলা সব আসমান ছেদ করে তার দিকে (রহমতের) দৃষ্টিতে তাকাবেন। ’ (নাসাঈ)

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে হাদিসে বর্ণিত তাওহিদের ঘোষণার অসাধারণ এ জিকিরটি পড়ে ঘোষিত ফজিলত ও উপকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

যে জিকিরে আল্লাহ’র রহমতের দুয়ার খুলে যায়

আপডেট সময় : ০৯:২১:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

জিকির এমন একটি ইবাদাত যা মানুষের কলবকে পরিস্কার করে। আল্লাহর নৈকট্য লাভের পথকে প্রসারিত করে। জিকিরের মধ্যে এমন কিছু জিকির আছে যা অত্যন্ত ফজিলতপূর্ণ। আর এসব ফজিলতপূর্ণ জিকির করলে আল্লাহ তায়ালা ইহকালে ও পরকালে মর্যাদা ও উপকারিতা দান করে।

যে যতবেশি জিকির করবে তার উপকারিতা ও মর্যাদা ততবেশি হবে। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। কী সেই জিকির ও জিকিরের মর্যাদা?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যাক্তি বলবে –

لَاۤ اِلٰهَ إِلَّااللّٰهُ، وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির। ’

অর্থ : আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। সব রাজত্ব তাঁর, সব প্রশংসা তাঁর। তিনি সব কিছুর ওপর শক্তিমান। ’

ফজিলত:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন –  যে এই তাওহিদের কালেমা ১০০ বার পড়বে , আল্লাহ তায়ালা বেশ কিছু মর্যাদা দান করবে। আর তা হলো…

# ১০ জন গোলামকে মুক্তি দেয়ার সমান নেকি লাভ করবে।
# ১০০টি নেকি লাভ করবে।
# ১০০ টি গোনাহ থেকে ক্ষমা পাবে।
# সে ওই দিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে।
# আর তার চেয়ে বেশি নেকি কেউ করতে পারবে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- এ দোয়া (তাওহিদের জিকির) সবচেয়ে উত্তম। ’ (বুখারি ও মুসলিম) অন্য বর্ণনায় এসেছে- ‘কোনো লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে ‘হ্যাঁ’, ওই ব্যক্তি ব্যতিত যে এ জিকির বা দোয়াটির আমল বেশি পরিমাণে করবে। ’ (বুখারি)

১. যে ব্যক্তি এ জিকিরটি ১০ বার করবে, সে চারজন ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সমান সাওয়াব পাবে। ’ (নাসাঈ)
২. যে ব্যক্তি এই জিকিরটি ১ বার করবে, সে একজন বা দুজন ক্রীতদাস আজাদ করে দেয়ার সাওয়াব পাবে। ’ (মাজমাউয যাওয়াইদ)
৩. যে ব্যক্তি এই জিকিরটি পড়বে আল্লাহ তাআলা সব আসমান ছেদ করে তার দিকে (রহমতের) দৃষ্টিতে তাকাবেন। ’ (নাসাঈ)

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে হাদিসে বর্ণিত তাওহিদের ঘোষণার অসাধারণ এ জিকিরটি পড়ে ঘোষিত ফজিলত ও উপকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।