এসএমই খাতের সুদিন সামনে : গভর্নর

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:২৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) সুদিন আসন্ন। এসএমই খাত আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই খাতের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গতকাল রোববার রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রথম প্রান্তিকের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘বর্তমানে আমদানি-রপ্তানিসহ সব অর্থনৈতিক কর্মকাণ্ড ভালোভাবে চললেও রেমিট্যান্স প্রবাহ ভালো নয়। এটি একটি দুশ্চিন্তার বিষয়। হুন্ডির ব্যবহার এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ নানা কারণে রেমিট্যান্স কমেছে।’

যেসব অবৈধ পথে বিদেশ থেকে টাকা আসছে, তা বন্ধে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমানে দেশে প্রচুর অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

উল্লেখ্য, গত জানুয়ারিতে রেমিট্যান্স ১০০ কোটি ডলার ছাড়ালেও গত বছরের জানুয়ারির চেয়ে কমেছে ১২ শতাংশের বেশি। এ ছাড়া চলতি অর্থবছরের ৭ মাসের (জুলাই-জানুয়ারি) হিসাবে আগের বছরের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ১৭ শতাংশ।সভায় স্বাগত বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির। এ সময় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানসহ অনেক ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এসএমই খাতের সুদিন সামনে : গভর্নর

আপডেট সময় : ১২:৪২:২৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) সুদিন আসন্ন। এসএমই খাত আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই খাতের বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গতকাল রোববার রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রথম প্রান্তিকের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘বর্তমানে আমদানি-রপ্তানিসহ সব অর্থনৈতিক কর্মকাণ্ড ভালোভাবে চললেও রেমিট্যান্স প্রবাহ ভালো নয়। এটি একটি দুশ্চিন্তার বিষয়। হুন্ডির ব্যবহার এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ নানা কারণে রেমিট্যান্স কমেছে।’

যেসব অবৈধ পথে বিদেশ থেকে টাকা আসছে, তা বন্ধে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমানে দেশে প্রচুর অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

উল্লেখ্য, গত জানুয়ারিতে রেমিট্যান্স ১০০ কোটি ডলার ছাড়ালেও গত বছরের জানুয়ারির চেয়ে কমেছে ১২ শতাংশের বেশি। এ ছাড়া চলতি অর্থবছরের ৭ মাসের (জুলাই-জানুয়ারি) হিসাবে আগের বছরের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ১৭ শতাংশ।সভায় স্বাগত বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির। এ সময় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানসহ অনেক ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।