ঝালকাঠিতে ১ কেজি গাজাসহ আটক কৃত লাইলি তিন দিনের রিমান্ডে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১৫:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৩০ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে এক কেজি গাজা সহ আটক নারী মাদক ব্যবসায়ী লাইলী (৩৫) কে তিন দিনের রিমান্ড দিয়েছে ঝালকাঠি আদালত। এ বিষয় ঝালকাঠি সদর থানার এস আই সরোয়ার হোসেন জানান, গতকাল এককেজি গাজা সহ আটককৃত নারী মাদক ব্যবসায়ী লাইলিকে আটক করার পর থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। আজ মামলার আসামী আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী লাইলিকে জেলা সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক মো: কবির হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে পুলিশের একটি দল লাইলি বাড়ী থেকে এক কেজি গাজা সহ লাইলিকে আটক করে। এ বিষয় সদর থানার এএসআই মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং সদর থানার এএসআই বাপ্পী মিলে কৌশলে লাইলির বাড়ীতে প্রবেস করে বাড়ীর গোয়াল ঘরে তল্লাশী করে বস্তা ভর্তি পাতার ভিতরে পলিথিনে প্যাচানো অবস্থায় একটি মোচা পাই পলিথিনের মোচাটি খুলে দেখতে পাই মোচা ভিতরে গাজা রয়েছে এরপর গাজাসহ লাইলিকে আটক করে থানায় সোপর্দ করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে পেপ্যাল-ওয়াইজ সুবিধা চান ফ্রিল্যান্সাররা

ঝালকাঠিতে ১ কেজি গাজাসহ আটক কৃত লাইলি তিন দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৮:১৫:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে এক কেজি গাজা সহ আটক নারী মাদক ব্যবসায়ী লাইলী (৩৫) কে তিন দিনের রিমান্ড দিয়েছে ঝালকাঠি আদালত। এ বিষয় ঝালকাঠি সদর থানার এস আই সরোয়ার হোসেন জানান, গতকাল এককেজি গাজা সহ আটককৃত নারী মাদক ব্যবসায়ী লাইলিকে আটক করার পর থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। আজ মামলার আসামী আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী লাইলিকে জেলা সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক মো: কবির হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ ফেব্রুয়ারী দুপুরে ঝালকাঠি সদর থানার এএসআই মিঠুনের নেতৃত্বে পুলিশের একটি দল লাইলি বাড়ী থেকে এক কেজি গাজা সহ লাইলিকে আটক করে। এ বিষয় সদর থানার এএসআই মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং সদর থানার এএসআই বাপ্পী মিলে কৌশলে লাইলির বাড়ীতে প্রবেস করে বাড়ীর গোয়াল ঘরে তল্লাশী করে বস্তা ভর্তি পাতার ভিতরে পলিথিনে প্যাচানো অবস্থায় একটি মোচা পাই পলিথিনের মোচাটি খুলে দেখতে পাই মোচা ভিতরে গাজা রয়েছে এরপর গাজাসহ লাইলিকে আটক করে থানায় সোপর্দ করি।