শিরোনাম :
Logo শেরপুরের উন্নয়ন দাবিতে নাগরিক মানববন্ধন ১৫ মে Logo ৩২বিঘা জমি ও প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে খু*ন। Logo নজরুল ও হাফিজের সাহিত্য নিয়ে রাবিতে মানবতা বিষয়ক সেমিনার Logo ছাত্রদল নেতা সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতারের দাবিতে রাবি ছাত্রদলের অবস্থান Logo দ্বিতীয়দিনে অনড় অবস্থানে জবি শিক্ষার্থীরা;দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন Logo চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ শুরু Logo চুয়াডাঙ্গার মাটিতে কালো আঙুর চাষ করে বাজিমাত কলেজছাত্র শামিমের Logo দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস Logo ইস্তাম্বুলে রাশিয়া–ইউক্রেনের আলোচনায় নেই পুতিন Logo সাম্যের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- ইবি ছাত্র আন্দোলন

লামায় আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই : নিহত ১

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৬০ বার পড়া হয়েছে

ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি: লামা উপজেলায় আগুনে পুড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়ার ৯টি বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ সময় প্রোচং মুরুং নামের ১৫ বছরের এক প্রতিবন্ধি কিশোর আগুনে পুড়ে মারা যায়। সে ওই পাড়ার বাসিন্দা মৃত মেনলাং মুরুং এর ছেলে। বুধবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি লুলাইং হেডম্যান পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে লুলাইং হেডম্যান পাড়ার একটি রান্নাঘরের চুলা থেকে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় পাড়াবাসী তিন ঘন্টা ব্যাপী আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মাংক্রাত মুরুং, থংপ্রে মুরুং, লংথন মুরুং, রুমরই মুরুং, রিংয়ং মুরুং, মেনওয় মুরুং, মেনওয় মুরুং, লাংপুং মুরুং ও পালে মুরুংয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকাসহ প্রায় ১৫লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মাংক্রাত ও লাংপুং মুরুং জানান, প্রতিদিনের মত পাড়ার লোকজন সকালে জুমে কাজ করতে যায়। এ ফাঁকে একটি বসতঘরের রান্না ঘরের চুলা থেকে হঠাৎ আগুন লাগে। পাড়ার লোকজন ঘরে না থাকার কারণে দ্রæত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব সম্ভব হয়নি। ফলে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা আগুনে পুড়ে ৯টি বসতঘর পুড়ে ছাই ও এক প্রতিবন্ধি কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরের উন্নয়ন দাবিতে নাগরিক মানববন্ধন ১৫ মে

লামায় আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই : নিহত ১

আপডেট সময় : ০৫:৫৪:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি: লামা উপজেলায় আগুনে পুড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়ার ৯টি বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এ সময় প্রোচং মুরুং নামের ১৫ বছরের এক প্রতিবন্ধি কিশোর আগুনে পুড়ে মারা যায়। সে ওই পাড়ার বাসিন্দা মৃত মেনলাং মুরুং এর ছেলে। বুধবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি লুলাইং হেডম্যান পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে লুলাইং হেডম্যান পাড়ার একটি রান্নাঘরের চুলা থেকে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় পাড়াবাসী তিন ঘন্টা ব্যাপী আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মাংক্রাত মুরুং, থংপ্রে মুরুং, লংথন মুরুং, রুমরই মুরুং, রিংয়ং মুরুং, মেনওয় মুরুং, মেনওয় মুরুং, লাংপুং মুরুং ও পালে মুরুংয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকাসহ প্রায় ১৫লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মাংক্রাত ও লাংপুং মুরুং জানান, প্রতিদিনের মত পাড়ার লোকজন সকালে জুমে কাজ করতে যায়। এ ফাঁকে একটি বসতঘরের রান্না ঘরের চুলা থেকে হঠাৎ আগুন লাগে। পাড়ার লোকজন ঘরে না থাকার কারণে দ্রæত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব সম্ভব হয়নি। ফলে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা আগুনে পুড়ে ৯টি বসতঘর পুড়ে ছাই ও এক প্রতিবন্ধি কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হবে।