অভিযানের সময় ষ্ট্রোকে আক্রান্ত কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ১২টি বোমাসহ গ্রেফতারের দাবী পুলিশের

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০০:০৩ অপরাহ্ণ, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৩৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনকে ১২টি বোমাসহ গ্রেফতারের দাবী করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে নাশকতার পরিকল্পনার সময় নাজমাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার বাসা থেকে ১২টি হাত বোমা উদ্ধার করে। এদিকে নাজমা খাতুনের গ্রেফতার অভিযানের সময় তিনি ষ্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাকে অজ্ঞান অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কোটচাঁদপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শামিম খবরের সত্যতা নিশ্চত করে জানান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা খাতুনের হার্টে সমস্যা আছে। আমরা জরুরী ভাবে ইসিজি করে দেখেছি তিনি হৃদরোগে আক্রান্ত। এ জন্য উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা এখান থেকে রেফার্ড করছি। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গোপন সুত্রে আমরা জানতে পারি কোটচাঁদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুন লোকজন নিয়ে নিজ বাসায় নাশকতার পরিকল্পনা করছেন। সেখানে অভিযান চালিয়ে আমরা তাকে ১২টি হাত বোমাসহ গ্রেফতার করি। ওসি আরো জানান, গ্রেফতারের সময় ঘাবড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি। তিনি কোটচাঁদপুর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী বলেও তিনি জানান। এ ব্যাপারে কোটচাদপুর থানায় মামলার পক্রিয়া চলছে। উল্লেখ্য কোটচাঁদপুরের উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম ফৌজদরি মামলায় অভিযুক্ত হলে তাকে মন্ত্রনালয় থেকে বরাখাস্ত করা হয়। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন মন্ত্রনালয়ের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভিযানের সময় ষ্ট্রোকে আক্রান্ত কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ১২টি বোমাসহ গ্রেফতারের দাবী পুলিশের

আপডেট সময় : ০৮:০০:০৩ অপরাহ্ণ, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮

ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনকে ১২টি বোমাসহ গ্রেফতারের দাবী করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে নাশকতার পরিকল্পনার সময় নাজমাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার বাসা থেকে ১২টি হাত বোমা উদ্ধার করে। এদিকে নাজমা খাতুনের গ্রেফতার অভিযানের সময় তিনি ষ্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাকে অজ্ঞান অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কোটচাঁদপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শামিম খবরের সত্যতা নিশ্চত করে জানান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা খাতুনের হার্টে সমস্যা আছে। আমরা জরুরী ভাবে ইসিজি করে দেখেছি তিনি হৃদরোগে আক্রান্ত। এ জন্য উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা এখান থেকে রেফার্ড করছি। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গোপন সুত্রে আমরা জানতে পারি কোটচাঁদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুন লোকজন নিয়ে নিজ বাসায় নাশকতার পরিকল্পনা করছেন। সেখানে অভিযান চালিয়ে আমরা তাকে ১২টি হাত বোমাসহ গ্রেফতার করি। ওসি আরো জানান, গ্রেফতারের সময় ঘাবড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি। তিনি কোটচাঁদপুর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারী বলেও তিনি জানান। এ ব্যাপারে কোটচাদপুর থানায় মামলার পক্রিয়া চলছে। উল্লেখ্য কোটচাঁদপুরের উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম ফৌজদরি মামলায় অভিযুক্ত হলে তাকে মন্ত্রনালয় থেকে বরাখাস্ত করা হয়। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন মন্ত্রনালয়ের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।