জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজকে কুপিয়ে আহত করা মামলায় দুই আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামী আলাউদ্দীন ও ফরিদকে গ্রেফতার করে পুলিশ। তারা প্রতিপক্ষ আওয়ামীলীগ নেতা মামুন জোয়ারদারের সামাজিক দলের সদস্য বলে পুলিশ জানান। শৈলকুপা থানার ওসি (তদন্ত) আক্কাচ আলী জানান, গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভাটবাড়িয়া গ্রাম থেকে আওয়ামীলীগ কর্মী আলাউদ্দীন ও ফরিদকে পুলিশ গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আফজাল হোসেনের বাড়ি থেকে ১৭টি রামদা, ৩২টি ফালা ও ৩০টি ঢাল উদ্ধার করে। অভিযানের সময় শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।
সোমবার
১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ