লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫১:২৭ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৩৩ বার পড়া হয়েছে

মো. ফরিদ উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার সরই ইউনিয়নের দূর্গম মেরাইত্তা নয়া মুরুং পাড়া থেকে শনিবার ভোর ৫টায় সুমন ত্রিপুরা (৩০) কে আটক করা হয়। সে সরই ইউনিয়নের টংগঝিরি এলাকার জুই জুরাম ত্রিপুরার ছেলে।
মেরাইত্তা নয়া মুরুং পাড়ার বাসিন্দা মেনচাই মুরুং (৪৮) জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সন্ত্রাসী সুমন ত্রিপুরা সঙ্গীয় ৮/৯ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের পাড়ায় চাঁদা আদায়ের জন্য আসে। এসময় পাড়াবাসি একহয়ে সন্ত্রাসীদের তাড়া করলে অন্যান্যরা পালিয়ে যায় এবং একটি দেশীয় বন্ধুক সহ সুমন ত্রিপুরাকে আটক করে এলাকাবাসি। পরে সেনাবাহিনীকে খবর দিলে লামা সাব জোনের একটি সেনাদল রাতে দূর্গম মেরাইত্তা নয়া পাড়া থেকে অস্ত্রসহ সুমন ত্রিপুরাকে আটক করে নিয়ে আসে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, সরই ইউনিয়নের দূর্গম নয়া পাড়া এলাকার স্থানীয় জনতা অস্ত্রসহ সুমন ত্রিপুরা নামে একজন আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ধৃত ব্যক্তিকে লামা থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে গ্রহণের মামলা প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৮:৫১:২৭ অপরাহ্ণ, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮

মো. ফরিদ উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় চাঁদা আদায়কালে অস্ত্রসহ এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার সরই ইউনিয়নের দূর্গম মেরাইত্তা নয়া মুরুং পাড়া থেকে শনিবার ভোর ৫টায় সুমন ত্রিপুরা (৩০) কে আটক করা হয়। সে সরই ইউনিয়নের টংগঝিরি এলাকার জুই জুরাম ত্রিপুরার ছেলে।
মেরাইত্তা নয়া মুরুং পাড়ার বাসিন্দা মেনচাই মুরুং (৪৮) জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সন্ত্রাসী সুমন ত্রিপুরা সঙ্গীয় ৮/৯ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের পাড়ায় চাঁদা আদায়ের জন্য আসে। এসময় পাড়াবাসি একহয়ে সন্ত্রাসীদের তাড়া করলে অন্যান্যরা পালিয়ে যায় এবং একটি দেশীয় বন্ধুক সহ সুমন ত্রিপুরাকে আটক করে এলাকাবাসি। পরে সেনাবাহিনীকে খবর দিলে লামা সাব জোনের একটি সেনাদল রাতে দূর্গম মেরাইত্তা নয়া পাড়া থেকে অস্ত্রসহ সুমন ত্রিপুরাকে আটক করে নিয়ে আসে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, সরই ইউনিয়নের দূর্গম নয়া পাড়া এলাকার স্থানীয় জনতা অস্ত্রসহ সুমন ত্রিপুরা নামে একজন আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ধৃত ব্যক্তিকে লামা থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে গ্রহণের মামলা প্রস্তুতি চলছে।