শিরোনাম :
Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ Logo জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসদের রুয়া’র নির্বাচন বর্জন Logo মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা Logo কাশ্মীরে হামলার পর তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

শৈলকুপায় এবার ট্রাক ব্যাবসায়ী নিখোঁজ পিবিআইকে তদন্তের নির্দেশ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:০৯:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮
  • ৭৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ গরু ব্যবসায়ীর পর শৈলকুপায় এবার রিয়াজুল ইসলাম লিপটন (২৬) নামে এক ট্রাক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ২৩ দিন ধরে লিপটনের কোন হদিস নেই। তিনি ঝিনাইদহের শৈলকুপা শহরের হাবিবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ব্যাপারে নিখোঁজ লিপটনের পিতা আব্দুল খালেক শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (ডায়েরি নং-৭০৯) ও শৈলকুপার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শারমিন আক্তার তানিয়া নামে এক মহিলাকে আসামী করে মামলা করেছেন। যার মামলা নং ০৩/১৮। শারমিন আক্তার তানিয়া শৈলকুপার কাজী পাড়ার মৃত আশরাফুল আলমের স্বামী পরিত্যাক্তা মেয়ে। আদালত বাদীর নালিশী আবদেনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহ কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদী তার নালিশী আবেদনে উল্লেখ করেছেন, আসামীর সাথে তার ছেলে রিয়াজুল ইসলাম লিপটনের ব্যবসায়ীক লেনদেন ছিল। এ কারণে প্রায় রিয়াজুল ইসলাম লিপটন তানিয়ার বাড়িতে যাতায়াত করতো। গত ৪ জানুয়ারী তানিয়া তার ছেলেকে বাসায় ডেকে পাঠায়। সে মোতাবেক বন্ধু বাবু মটরসাইকেলে করে লিপটনকে রাতের বেলা তানিয়ার বাসায় পৌছে দেয়। পথিমধ্যে তানিয়া আবারো লিপটনকে ফোন করে বাসায় একা আসতে বলে। এরপর থেকেই লিপটনের কোন খোঁজ মিলছে না। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে। বাদীর আশংকা আসামী বহিরাগতদের দিয়ে তার ছেলেকে হত্যার পর লাশ গুম করতে পারে। বিষয়টি নিয়ে শারমিন আক্তার তানিয়া জানান, তার বিরুদ্ধে থানায় জিডি বা আদালতে মামলা হয়েছে কিনা জানি না। তিনি বলেন রিয়াজুল ইসলাম লিপটনের সাথে কোন ব্যাবসায়ীক লেনদেন ছিল না, বরং সে ট্রাক ড্রাইভার ছিল। আমার একটি ট্রাক মেরামত করা নিয়ে লিপটনের সাথে প্রায় কথা হতো। তিনি আরো বলেন, রিয়াজুল ইসলাম লিপটন রাজনীতি করার কারণে তার বিরুদ্ধে অনেক মামলা ছিল। এবং সে নিরাপদ ভেবে আমার ইটভাটা এলাকায় থাকতো। তিনি প্রশ্ন রেখে বলেন, আমি মহিলা হয়ে কি করে একজন পুরুষ মানুষকে হত্যা করতে পারি ? এদিকে বিবাদী শারমিন আক্তার তানিয়া বক্তব্য খন্ডন করে নিখোঁজ লিপটনের মামা আরিফুজ্জামান শিপলু জানান, লিপটনের ঢাকায় অনেক ব্যবসা ছিল। সে স্টুডিও, কম্পিউটার ও কসমেটিকের ব্যবসা ছেড়ে শৈলকুপায় ট্রাকের ব্যবসা করতো। লিটপনের ঢাকা মেট্রা-ট-১৮-৮৪৫৭ ও ঝিনাইদহ-ট-১১-১২৯৪ ট্রাক আছে। তানিয়া ট্রাক ড্রাইভার বলে যে কথা বলেছে তা সত্য নয়। সেই দুর্বৃত্ত দিয়ে লিপটনকে গুম করেছে বলে দাবী করেন আরিফুজ্জামান শিপলু। বিষয়টি নিয়ে শনিবার বিকালে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেনের সরকারী মোবাইলে একাধিকবার ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য শৈলকুপা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের গরু ব্যবসায়ী মসলেম উদ্দীন (৩২) ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উমেদপুর ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে। গত ১৮ জানুয়ারী মসলেম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম ও পান্টি এলাকায় গরু কেনা-বেচার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তার কাছে নগদ অনেক টাকা ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী

শৈলকুপায় এবার ট্রাক ব্যাবসায়ী নিখোঁজ পিবিআইকে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০৯:০৯:৪৩ অপরাহ্ণ, শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ গরু ব্যবসায়ীর পর শৈলকুপায় এবার রিয়াজুল ইসলাম লিপটন (২৬) নামে এক ট্রাক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ২৩ দিন ধরে লিপটনের কোন হদিস নেই। তিনি ঝিনাইদহের শৈলকুপা শহরের হাবিবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ব্যাপারে নিখোঁজ লিপটনের পিতা আব্দুল খালেক শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি (ডায়েরি নং-৭০৯) ও শৈলকুপার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শারমিন আক্তার তানিয়া নামে এক মহিলাকে আসামী করে মামলা করেছেন। যার মামলা নং ০৩/১৮। শারমিন আক্তার তানিয়া শৈলকুপার কাজী পাড়ার মৃত আশরাফুল আলমের স্বামী পরিত্যাক্তা মেয়ে। আদালত বাদীর নালিশী আবদেনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহ কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদী তার নালিশী আবেদনে উল্লেখ করেছেন, আসামীর সাথে তার ছেলে রিয়াজুল ইসলাম লিপটনের ব্যবসায়ীক লেনদেন ছিল। এ কারণে প্রায় রিয়াজুল ইসলাম লিপটন তানিয়ার বাড়িতে যাতায়াত করতো। গত ৪ জানুয়ারী তানিয়া তার ছেলেকে বাসায় ডেকে পাঠায়। সে মোতাবেক বন্ধু বাবু মটরসাইকেলে করে লিপটনকে রাতের বেলা তানিয়ার বাসায় পৌছে দেয়। পথিমধ্যে তানিয়া আবারো লিপটনকে ফোন করে বাসায় একা আসতে বলে। এরপর থেকেই লিপটনের কোন খোঁজ মিলছে না। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে। বাদীর আশংকা আসামী বহিরাগতদের দিয়ে তার ছেলেকে হত্যার পর লাশ গুম করতে পারে। বিষয়টি নিয়ে শারমিন আক্তার তানিয়া জানান, তার বিরুদ্ধে থানায় জিডি বা আদালতে মামলা হয়েছে কিনা জানি না। তিনি বলেন রিয়াজুল ইসলাম লিপটনের সাথে কোন ব্যাবসায়ীক লেনদেন ছিল না, বরং সে ট্রাক ড্রাইভার ছিল। আমার একটি ট্রাক মেরামত করা নিয়ে লিপটনের সাথে প্রায় কথা হতো। তিনি আরো বলেন, রিয়াজুল ইসলাম লিপটন রাজনীতি করার কারণে তার বিরুদ্ধে অনেক মামলা ছিল। এবং সে নিরাপদ ভেবে আমার ইটভাটা এলাকায় থাকতো। তিনি প্রশ্ন রেখে বলেন, আমি মহিলা হয়ে কি করে একজন পুরুষ মানুষকে হত্যা করতে পারি ? এদিকে বিবাদী শারমিন আক্তার তানিয়া বক্তব্য খন্ডন করে নিখোঁজ লিপটনের মামা আরিফুজ্জামান শিপলু জানান, লিপটনের ঢাকায় অনেক ব্যবসা ছিল। সে স্টুডিও, কম্পিউটার ও কসমেটিকের ব্যবসা ছেড়ে শৈলকুপায় ট্রাকের ব্যবসা করতো। লিটপনের ঢাকা মেট্রা-ট-১৮-৮৪৫৭ ও ঝিনাইদহ-ট-১১-১২৯৪ ট্রাক আছে। তানিয়া ট্রাক ড্রাইভার বলে যে কথা বলেছে তা সত্য নয়। সেই দুর্বৃত্ত দিয়ে লিপটনকে গুম করেছে বলে দাবী করেন আরিফুজ্জামান শিপলু। বিষয়টি নিয়ে শনিবার বিকালে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেনের সরকারী মোবাইলে একাধিকবার ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য শৈলকুপা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের গরু ব্যবসায়ী মসলেম উদ্দীন (৩২) ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উমেদপুর ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে। গত ১৮ জানুয়ারী মসলেম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম ও পান্টি এলাকায় গরু কেনা-বেচার জন্য তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তার কাছে নগদ অনেক টাকা ছিল।