ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলীম, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ঈশিতা ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের নিদের্শনায় সদর উপজেলা পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতায় ১’শ ৩৫ টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকার করে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী খাইরুল নাহার লাম, দ্বিতীয় স্থান অধিকার করে মুমতাহিনা মম, ৩য় স্থান অধিকার মুবতাসিম ফুয়াদ মুগ্ধ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস বলেন, শিক্ষার মান উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শুক্রবার
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ