মো. সুমন আলী খাঁন,হবিগঞ্জ প্রতিনিধি ॥॥ হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে স্বপন মিয়া(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছেন। রবিবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সালামত মিয়া ও সুলতান মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় স্বপন মিয়া (২৫) নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ