নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে আহ্লে সুন্নত ওয়াল জামাত নান্দাইল উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে র্যালি ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২নভেম্বর) সকালে আহ্লে সুন্নত ওয়াল জামাত নান্দাইল উপজেলা শাখার সভাপতি শাহ্ সুফী নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী হেলাল উদ্দিন ভূঁঞার পরিচালনায় নান্দাইল ৭নং ওয়ার্ড পৌর কমিশনারের বাড়ির সামনে থেকে র্যালিটি শুরু করে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক মাহ্ফিলে মিলিত হয়। মাহ্ফিলে আলোচক হিসেবে অংশ গ্রহন করেন, আবুল কাশেম মুজাহিদি (কুমারুলী দরবার শরীফ), পীরজাদা মাওলানা মোস্তফা আহম্মদ (গারুয়া দরবার শরীফ), মাওলানা ফকর উদ্দিন (খতিব, নান্দাইল মডেল থানা মসজিদ), মাওলানা আবুল খায়ের প্রমুখ। মাহ্ফিলের আয়োজক হিসেবে ছিলেন, ক্বারী আলহাজ্ব এহছানুল হক সারোয়ার।
বৃহস্পতিবার
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ