মডার্ন স্টোরেজ আইটেম !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৮:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাড়িটাকে ছিমছাম গোছানো রাখতে স্টোরেজ খুবই গুরুত্বপূর্ণ। শুধু কেবিনেট আলমারি দিয়ে স্টোরেজ করার ধারণা এখন পুরনো হয়ে গেছে। বাজারে পাওয়া যায় আধুনিক ডিজাইনের অনেক ধরনের আসবাব বা জিনিসপত্র, যেগুলো আপনার স্টোরেজ হিসেবে কাজে তো লাগবেই, সাথে ঘরে আনবে আকর্ষণীয় আমেজ। আপনার অন্দরসজ্জায় আনবে নান্দনিকতা। বিভিন্ন ডিজাইনের কয়েকটি স্টোরেজ সিস্টেম দেখে নিন

টেবিল ট্রলি
ট্রলিটি টেবিলের পাশাপাশি স্টোরেজ হিসেবেও চমৎকার কাজ করবে। বেকারি আইটেম চায়ের সরঞ্জাম কাপ, পিরিচ ও প্লেট গুছিয়ে রাখা যাবে। মোবাইল হওয়ায় বাড়ির যেকোনো জায়গায় অনায়াসে নিয়ে যাওয়া যাবে।

ট্রান্সপারেন্ট কাচের ব্যবহার

টি ট্রলিটিতে অনেক ধরনের শেলফ রয়েছে। বিভিন্ন মাপের শেলফ থাকায় এখানে সহজেই বিভিন্ন ধরনের জিনিস রাখা যাবে। এর বিশেষত্ব হলো বিভিন্ন ধরনের রঙিন স্বচ্ছ কাচের ব্যবহার। কাচ এটিতে দিয়েছে চমৎকার একটি নান্দনিক রূপ, যা ঘরের পরিবেশে যোগ করবে বাড়তি আকর্ষণ।

রড আয়রন টেবিল
রড আয়রন দিয়ে তৈরি এ টেবিলটি বই, ম্যাগাজিন প্রভৃতি রাখার জন্য চমৎকার। ইউনিক ডিজাইনের এ টেবিলটিও সহজেই বাড়ির বিভিন্ন অংশে সরানো যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মডার্ন স্টোরেজ আইটেম !

আপডেট সময় : ০৫:২৮:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বাড়িটাকে ছিমছাম গোছানো রাখতে স্টোরেজ খুবই গুরুত্বপূর্ণ। শুধু কেবিনেট আলমারি দিয়ে স্টোরেজ করার ধারণা এখন পুরনো হয়ে গেছে। বাজারে পাওয়া যায় আধুনিক ডিজাইনের অনেক ধরনের আসবাব বা জিনিসপত্র, যেগুলো আপনার স্টোরেজ হিসেবে কাজে তো লাগবেই, সাথে ঘরে আনবে আকর্ষণীয় আমেজ। আপনার অন্দরসজ্জায় আনবে নান্দনিকতা। বিভিন্ন ডিজাইনের কয়েকটি স্টোরেজ সিস্টেম দেখে নিন

টেবিল ট্রলি
ট্রলিটি টেবিলের পাশাপাশি স্টোরেজ হিসেবেও চমৎকার কাজ করবে। বেকারি আইটেম চায়ের সরঞ্জাম কাপ, পিরিচ ও প্লেট গুছিয়ে রাখা যাবে। মোবাইল হওয়ায় বাড়ির যেকোনো জায়গায় অনায়াসে নিয়ে যাওয়া যাবে।

ট্রান্সপারেন্ট কাচের ব্যবহার

টি ট্রলিটিতে অনেক ধরনের শেলফ রয়েছে। বিভিন্ন মাপের শেলফ থাকায় এখানে সহজেই বিভিন্ন ধরনের জিনিস রাখা যাবে। এর বিশেষত্ব হলো বিভিন্ন ধরনের রঙিন স্বচ্ছ কাচের ব্যবহার। কাচ এটিতে দিয়েছে চমৎকার একটি নান্দনিক রূপ, যা ঘরের পরিবেশে যোগ করবে বাড়তি আকর্ষণ।

রড আয়রন টেবিল
রড আয়রন দিয়ে তৈরি এ টেবিলটি বই, ম্যাগাজিন প্রভৃতি রাখার জন্য চমৎকার। ইউনিক ডিজাইনের এ টেবিলটিও সহজেই বাড়ির বিভিন্ন অংশে সরানো যাবে।