শিরোনাম :
Logo কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে Logo কেটিএমের নতুন বাইক ভারতের বাজারে আসবে কাল! Logo আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ Logo জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস Logo মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত Logo ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী Logo চট্টগ্রাম বোর্ডে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১১৭৩ জন Logo যথাসময়ে নামাজ পড়ার পুরস্কার Logo ইসলামের দৃষ্টিতে চুপ থাকা

রাবারের হাঁস চুরির শাস্তি জেল, সঙ্গে বিপুল জরিমানা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২১:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কী বলবেন একে লঘু পাপে গুরু দণ্ড নাকি আরও কিছু। ক্যাফেতে খেতে গিয়ে হাঁস চুরি করেছিলেন এক ডাচ নাগরিক।
তাও আসল নয়, রাবারের। আর সেই হাঁস চুরির শাস্তি একেবারে জেল। সঙ্গে বেশ বড় অঙ্কের জরিমানা। ঠাট্টা করছি না। এমনটাই হয়েছে নেদারল্যান্ডসের বাসিন্দা মার্ক রবেন নামের বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির সঙ্গে।

সম্প্রতি মার্ক রবেন নামের সেই ব্যক্তি দক্ষিণ নেদারল্যান্ডসের গৌড়া এলাকার এক ক্যাফেতে গিয়েছিলেন। খাওয়া এবং পানীয় সারার ফাঁকে মার্কের চোখ গিয়েছিল ক্যাফেতে থাকা একটি সুদৃশ্য হলুদ রঙের হাঁসের দিকে। রাবারের ওই খেলনাটির হাতছানি তিনি এড়াতে পারেননি। প্রায় তিন ফুটের হাঁসটি কোটের মধ্যে লুকিয়ে মার্ক দ্রুত ক্যাফে ছাড়েন।

এরপরই ঘটনা অন্য দিক মোড় নেয়। মার্কের চুরি করা হাঁস বিকৃত করে দেন তাঁর এক আত্মীয়। রাস্তার মধ্যে চুরি যাওয়া হাঁসটি খুঁজে পান তদন্তকারীরা। তদন্তের সূত্রে মার্কের হদিশ পায় পুলিশ। এই ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। সবাইকে চমকে দিয়ে দক্ষিণ নেদারল্যান্ডসের একটি আদালত অভিযুক্তকে আট সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাকে ৭৪০ ইউরো জরিমানাও করা হয়েছে। ওই অর্থ ক্যাফের মালিককে দিতে হবে।

কেন দু মাস শ্রীঘরে থাকতে হবে মার্ক রবেনকে? এর ব্যাখ্যাও দিয়েছেন বিচারক। নেদারল্যান্ডসের দক্ষিণ প্রান্তের ওই শহরে অপরাধের প্রবণতা একেবারেই হাতে গোনা। এমন একটি জায়গায় মার্কের এই কীর্তি অন্যদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তাঁকে আত্মসমালোচনার সুযোগ দেওয়া হয়েছে। সংশোধনাগারে ৪৫ বছরের মার্কের কাউন্সেলিং করা হবে। হাঁস হাতিয়ে যে এমন কঠোর সাজা হবে তা ভাবতে পারেননি মার্ক রবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

রাবারের হাঁস চুরির শাস্তি জেল, সঙ্গে বিপুল জরিমানা !

আপডেট সময় : ১২:২১:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

কী বলবেন একে লঘু পাপে গুরু দণ্ড নাকি আরও কিছু। ক্যাফেতে খেতে গিয়ে হাঁস চুরি করেছিলেন এক ডাচ নাগরিক।
তাও আসল নয়, রাবারের। আর সেই হাঁস চুরির শাস্তি একেবারে জেল। সঙ্গে বেশ বড় অঙ্কের জরিমানা। ঠাট্টা করছি না। এমনটাই হয়েছে নেদারল্যান্ডসের বাসিন্দা মার্ক রবেন নামের বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির সঙ্গে।

সম্প্রতি মার্ক রবেন নামের সেই ব্যক্তি দক্ষিণ নেদারল্যান্ডসের গৌড়া এলাকার এক ক্যাফেতে গিয়েছিলেন। খাওয়া এবং পানীয় সারার ফাঁকে মার্কের চোখ গিয়েছিল ক্যাফেতে থাকা একটি সুদৃশ্য হলুদ রঙের হাঁসের দিকে। রাবারের ওই খেলনাটির হাতছানি তিনি এড়াতে পারেননি। প্রায় তিন ফুটের হাঁসটি কোটের মধ্যে লুকিয়ে মার্ক দ্রুত ক্যাফে ছাড়েন।

এরপরই ঘটনা অন্য দিক মোড় নেয়। মার্কের চুরি করা হাঁস বিকৃত করে দেন তাঁর এক আত্মীয়। রাস্তার মধ্যে চুরি যাওয়া হাঁসটি খুঁজে পান তদন্তকারীরা। তদন্তের সূত্রে মার্কের হদিশ পায় পুলিশ। এই ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। সবাইকে চমকে দিয়ে দক্ষিণ নেদারল্যান্ডসের একটি আদালত অভিযুক্তকে আট সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাকে ৭৪০ ইউরো জরিমানাও করা হয়েছে। ওই অর্থ ক্যাফের মালিককে দিতে হবে।

কেন দু মাস শ্রীঘরে থাকতে হবে মার্ক রবেনকে? এর ব্যাখ্যাও দিয়েছেন বিচারক। নেদারল্যান্ডসের দক্ষিণ প্রান্তের ওই শহরে অপরাধের প্রবণতা একেবারেই হাতে গোনা। এমন একটি জায়গায় মার্কের এই কীর্তি অন্যদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তাঁকে আত্মসমালোচনার সুযোগ দেওয়া হয়েছে। সংশোধনাগারে ৪৫ বছরের মার্কের কাউন্সেলিং করা হবে। হাঁস হাতিয়ে যে এমন কঠোর সাজা হবে তা ভাবতে পারেননি মার্ক রবেন।