শিরোনাম :

ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

ভোরের দিকে ফাঁকা রাস্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার বাস ধরার জন্য ভোরে একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেওয়ার সময় দিনাজপুরের রানীগঞ্জে এঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী জানিয়েছেন, ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে বাস ধরতে বাড়ি থেকে ইজিবাইকে করে যাওয়ার পথে ৫-৬ জন দুর্বৃত্ত তার গলায় রামদা ধরে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যায়। তাছাড়াও ছিনতাইকারীরা ইজিবাইক চালককে বেঁধে রেখে ইজিবাইকসহ পালিয়ে যায়।

দুর্বৃত্তরা প্রথমে চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নেয় এবং চালককে বেঁধে ফেলে। পরে তার গলায় রামদা ধরে ভয় দেখিয়ে কাছে থাকা টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা ২,৫০০ টাকা দিয়ে দেন।

ভুক্তভোগী আরও জানান, ছিনতাইকারীরা তাকে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। ইজিবাইকে থাকা তার একটি লাগেজও নিয়ে যায় তারা, যাতে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিলো। পরে ওই ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে সাহায্য প্রার্থনা করে। তবে তার কাছে থাকা মোবাইলফোনটিধ নিতে পারেননি ছিনতাইকারীরা। পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা এসে বাড়িতে নিয়ে যায়। বর্তমানে নিরাপদ আছেন বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শত শত নারীকে স্বাবলম্বী করেছেন চাঁদপুরের বিজয়ী কন্যা তানিয়া ইশতিয়াক খান

ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী

আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ভোরের দিকে ফাঁকা রাস্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার বাস ধরার জন্য ভোরে একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেওয়ার সময় দিনাজপুরের রানীগঞ্জে এঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী জানিয়েছেন, ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে বাস ধরতে বাড়ি থেকে ইজিবাইকে করে যাওয়ার পথে ৫-৬ জন দুর্বৃত্ত তার গলায় রামদা ধরে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যায়। তাছাড়াও ছিনতাইকারীরা ইজিবাইক চালককে বেঁধে রেখে ইজিবাইকসহ পালিয়ে যায়।

দুর্বৃত্তরা প্রথমে চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নেয় এবং চালককে বেঁধে ফেলে। পরে তার গলায় রামদা ধরে ভয় দেখিয়ে কাছে থাকা টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা ২,৫০০ টাকা দিয়ে দেন।

ভুক্তভোগী আরও জানান, ছিনতাইকারীরা তাকে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। ইজিবাইকে থাকা তার একটি লাগেজও নিয়ে যায় তারা, যাতে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিলো। পরে ওই ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে সাহায্য প্রার্থনা করে। তবে তার কাছে থাকা মোবাইলফোনটিধ নিতে পারেননি ছিনতাইকারীরা। পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা এসে বাড়িতে নিয়ে যায়। বর্তমানে নিরাপদ আছেন বলে জানিয়েছেন তিনি।